হট কেকের মতো বিক্রি হল Poco M6 Pro 5G, প্রথম সেলে ১৫ মিনিটের মধ্যে স্টক শেষ ভারতের সবচেয়ে সস্তা 5G ফোনের

By :  techgup
Update: 2023-08-09 18:15 GMT

Poco M6 Pro 5G ফোনটি গত ৫ আগস্ট ভারতে লঞ্চ হয়। এটি স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ও ৯০ হার্টজ ডিসপ্লে সহ এসেছে। আজ এই স্মার্টফোনটির প্রথম সেল ছিল। আর সেই সেলে ডিভাইসটি অল্প সময়ের মধ্যে 'আউট অফ স্টক' হয়ে যায় বলে খবর। পোকোর তরফে জানানো হয়েছে যে, সেল শুরুর ১৫ মিনিটের মধ্যে Poco M6 Pro 5G এর স্টক শেষ হয়ে যায়। এমন পরিস্থিতিতে আপনি যদি এই ফোনটি কিনতে চান তবে আপনাকে পরবর্তী সেলের জন্য অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, পোকো এম৬ প্রো ৫জি এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ভারতে দাম রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা। আর এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি মডেলের মূল্য ধার্য করা হয়েছে ১২,৯৯৯ টাকা।

Poco M6 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

পোকো এম৬ প্রো ৫জি ফোনে আছে ৬.৭৯ ইঞ্চির বিশাল আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন এফএইচডি প্লাস। ডিসপ্লেটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে রয়েছে ৪ এনএম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর।

ব্যাটারির কথা বললে, Poco M6 Pro 5G ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির পিছনে ফটোগ্রাফির জন্য দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ।‌আর সেলফির জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Tags:    

Similar News