Redmi 12 5G vs Poco M6 Pro 5G: ১১ হাজার টাকার কমে সেরা 5G স্মার্টফোন কোনটি দেখে নিন

By :  SUPARNA
Update: 2023-08-08 12:43 GMT

Xiaomi -এর দুই ব্র্যান্ড চলতি মাসের প্রথম সপ্তাহে ভারতের বাজারে দুটি নয়া স্মার্টফোন লঞ্চ করেছে। এগুলি হল Poco M6 Pro 5G এবং Redmi 12 5G। উভয় মডেলই লো-বাজেট রেঞ্জের অধীনে এসেছে। এক্ষেত্রে প্রারম্ভিক মূল্যের মধ্যে মাত্র ২,০০০ টাকার ফারাক লক্ষণীয়। আবার ফিচারের নিরিখে ডিভাইস দুটির মধ্যে একাধিক সদৃশতা বিদ্যমান। এগুলিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৯ ইঞ্চি FHD+ ডিসপ্লে, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ কাস্টম ওএস, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। যদিও স্টোরেজ, সেলফি সহ কিছুক্ষেত্রে ছোটোখাটো পার্থক্য উপস্থিত। এমত পরিস্থিতিতে ২,০০০ টাকা সাশ্রয় করে Poco M6 Pro 5G কেনা উচিত হবে? নাকি অধিক স্টোরেজ ও আরো ভালো ক্যামেরার Redmi 12 5G -কে বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে? এই প্রশ্ন এখন অনেকের। তাই আজ আমরা Poco M6 Pro 5G এবং Redmi 12 5G স্মার্টফোনের দাম ও ফিচারের মধ্যে কি কি পার্থক্য রয়েছে তা জানাবো, যাতে আপনাদের সঠিট মডেলটি বেছে নিতে সুবিধা হয়।

Poco M6 Pro 5G vs Redmi 12 5G : ডিসপ্লে, সেন্সর

পোকো এম৫ প্রো ৫জি স্মার্টফোনের সামনে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন সহ ৬.৭৯-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২,৪৬০×১,০৮০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল উপস্থিত। এই ডিসপ্লে - ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫৫০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। আবার নিরাপত্তার জন্য মিলবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

গ্লাস ব্যাক প্যানেল এবং প্লাস্টিক ফ্রেম সহ আসা রেডমি ১২ ৫জি স্মার্টফোনে ৬.৭৯-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২,৪৬০ x ১,০৮০ পিক্সেল) ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫৫০ নিট পিক ব্রাইটনেস অফার করে। আর সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ থাকছে।

Poco M6 Pro 5G vs Redmi 12 5G : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, পোকো এম৫ প্রো ৫জি স্মার্টফোনে অ্যাড্রেনো ৬১৩ জিপিইউ ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটিকে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ সহ পাওয়া যাবে। অপারেটিং সিস্টেম হিসাবে আলোচ্য ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে।

ভালো পারফরম্যান্স প্রদানের জন্য রেডমি ১২ ৫জি স্মার্টফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে এতে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি মেমরি মিলবে। উক্ত মডেলটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে।

Poco M6 Pro 5G vs Redmi 12 5G : ক্যামেরা বিভাগ

ছবি তোলার জন্য Poco M6 Pro 5G স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Redmi 12 5G স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার সমন্বিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আর ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষণীয়৷

Poco M6 Pro 5G vs Redmi 12 5G : ব্যাটারি, কানেক্টিভিটি বিকল্প

কানেক্টিভিটির জন্য পোকো এম৬ প্রো ৫জি স্মার্টফোনে অন্তর্ভুক্ত থাকছে - ডুয়াল সিম কার্ড স্লট, ৫জি, ৪জি, ব্লুটুথ ভি৫.২, ওয়াই-ফাই ৫ এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক। আর পাওয়ার ব্যাকআপের জন্য ১৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

রেডমি ১২ ৫জি স্মার্টফোনের কানেক্টিভিটি বিকল্পের মধ্যে সামিল রয়েছে - ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.৩, জিএনএসএস, একটি মাইক্রোএসডি কার্ড স্লট, একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক, এবং একটি আইআর ব্লাস্টার। পাওয়ার ব্যাকআপের জন্য আলোচ্য ৫জি মডেলে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করে।

Poco M6 Pro 5G vs Redmi 12 5G : দাম

পোকো এম৬ প্রো ৫জি স্মার্টফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। আবার উচ্চতর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে ১১,৯৯৯ টাকা। এটি - ফরেস্ট গ্রিন এবং পাওয়ার ব্ল্যাক কালারে এসেছে।

রেডমি ১২ ৫জি স্মার্টফোনকে এদেশে মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ১১,৯৯৯ টাকা বরাদ্দ করা হয়েছে। আর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পের বিক্রয় মূল্য ১৩,৪৯৯ টাকা ও ১৫,৪৯৯ টাকা। এটিকে জেড ব্ল্যাক, প্যাস্টেল ব্লু এবং মুনস্টোন সিলভার কালারে পাওয়া যাবে।

Tags:    

Similar News