Poco X5 5G vs Realme 10 Pro 5G: বাজেটের মধ্যে দুই ফাইভজি ফোনের মধ্যে কে সেরা দেখে নিন

By :  SUMAN
Update: 2023-03-16 08:44 GMT

গতপরশু অর্থাৎ ১৪ই মার্চ ভারতের বাজারে পা রেখেছে Poco X5 5G। নয়া এই ফোনে ১২০ হাটর্জ রিফ্রেশ রেটের FHD+ ডিসপ্লে প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম, ১৬ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনের সাথে Realme 10 Pro 5G এর প্রতিদ্বন্দ্বিতা চলবে। এক্ষেত্রে মডেল দুটির প্রারম্ভিক মূল্যের মধ্যে পার্থক্য থাকছে মাত্র ১,০০০ টাকা। এমত অবস্থায় নয়া Poco স্মার্টফোন নাকি ৩-মাস পূর্বে লঞ্চ হওয়া Realme স্মার্টফোন কেনা অধিক লাভজনক হবে তা নিয়ে সংশয় দেখা দিতেই পারে আপনাদের মনে। তাই আজ আমরা আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে Poco X5 5G এবং Realme 10 Pro 5G স্মার্টফোনের মধ্যে দাম ও ফিচারগত পার্থক্যগুলি নিয়ে আলোচনা করবো।

Poco X5 5G vs Realme 10 Pro 5G : ডিসপ্লে, সেন্সর

পোকো এক্স৫ ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হাটর্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আর নিরাপত্তার জন্য এটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ এসেছে।

রিয়েলমি ১০ প্রো ৫জি ৬.৭২-ইঞ্চির ফুল এইচডি প্লাস LCD পাঞ্চ-হোল ডিসপ্লে সহ এসেছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৬৮০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান থাকছে।

Poco X5 5G vs Realme 10 Pro 5G : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‌্যাম, স্টোরেজ

উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য পোকো এক্স৫ ৫জি ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। আবার স্টোরেজ হিসাবে ডিভাইসে ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত মেমরি মিলবে।

উন্নত পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য রিয়েলমি ১০ প্রো ৫জি স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করে হয়েছে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিনে রান করে। এতে সর্বোচ্চ ৮ জিবি LPDDR4x র‌্যাম এবং ১২৮ জিবি UFS 2.2 স্টোরেজ মিলবে।

Poco X5 5G vs Realme 10 Pro 5G : ক্যামেরা সেটআপ

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Poco X5 5G স্মার্টফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেন্সর। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ক্যামেরা বিভাগের কথা বললে, Realme 10 Pro ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ক্যামেরাগুলি হল – ১০৮ মেগাপিক্সেল ওয়াইড প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-স্ন্যাপার বিদ্যমান থাকছে।

Poco X5 5G vs Realme 10 Pro 5G : কানেক্টিভিটি, ব্যাটারি, চার্জিং ক্যাপাসিটি

কানেক্টিভিটি বিকল্প হিসাবে পোকো এক্স৫ ৫জি ফোনে সামিল রয়েছে - ডুয়েল সিম স্লট, ৫জি, ব্লুটুথ ৫.১, ওয়াই-ফাই, জিপিএস ও এনএফসি। আর পাওয়ার ব্যাকআপের জন্য এই হ্যান্ডসেটে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

কানেক্টিভিটির জন্য রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনে – ডুয়াল সিম স্লট, ৫জি, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.১, জিএনএসএস, ইউএসবি টাইপ-সি পোর্ট, মাইক্রোএসডি কার্ড স্লট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত। আর পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে আলোচ্য ডিভাইসে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে।

Poco X5 5G vs Realme 10 Pro 5G : পরিমাপ

পোকো এক্স৫ ৫জি স্মার্টফোনের পরিমাপ ১৬৫.৯x৭৬.২x৮ মিমি এবং ওজন ১৮৮ গ্রাম।

রিয়েলমি ১০ প্রো ৫জি স্মার্টফোনের পরিমাপ ১৬৩.৭x৭৪.২x৮.১/৮.৩ মিমি এবং ওজন ১৯০/১৯২ গ্রাম।

Poco X5 5G vs Realme 10 Pro 5G : দাম

পোকো এক্স৫ ৫জি স্মার্টফোনকে দুটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ২০,৯৯৯ টাকা। এটিকে - সুপারনোভা গ্রিন, ওয়াইল্ডক্যাট ব্লু এবং জাগুয়ার ব্ল্যাক কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।

ভারতে রিয়েলমি ১০ প্রো ৫জি স্মার্টফোনটিও দুটি স্টোরেজ বিকল্পের সাথে উপলব্ধ। এক্ষেত্রে ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১৮,৯৯৯ টাকা ও ১৯,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। এটিকে - হাইপারস্পেস গোল্ড, ডার্ক ম্যাটার, নেবুলা ব্লু কালার অপশনের সাথে পাওয়া যাবে।

Tags:    

Similar News