সিটবেল্ট শক্ত করে বাঁধুন! Poco X GT সিরিজের প্রথম ফোন দেশে এন্ট্রি নিচ্ছে

Update: 2023-02-13 12:06 GMT

পোকো সম্প্রতি Poco X5 5G এবং Poco X5 Pro 5G সমন্বিত নতুন X5 সিরিজ উন্মোচন করেছে। আবার খুব শীঘ্রই এই সিরিজের অধীনে Poco X5 GT নামে আরও একটি স্মার্টফোন লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। রিপোর্ট বলছে, Poco X5 GT-এর মডেল নম্বর হবে 23049PCD8। আর এখন ভারতের বিআইএস (BIS) সার্টিফিকেশন ডেটাবেসে 23049PCD8I মডেল নম্বর সহ Poco X5 GT-এর ভারতীয় ভ্যারিয়েন্টকে স্পষ্ট করা গেছে। বিআইএস-এ Poco X5 GT-এর উপস্থিতি, এদেশে ফোনটির তাড়াতাড়িই লঞ্চের দিকে ইঙ্গিত দেয়৷ এখনও পর্যন্ত Poco X5 GT সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, আসুন দেখে নেওয়া যাক।

Poco X5 GT পেল BIS-এর অনুমোদন

23049PCD8I মডেল নম্বর সহ পোকো এক্স৫ জিটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS) সার্টিফিকেশন অর্জন করেছে। তবে, যথারীতি এই তালিকাটি আসন্ন এক্স-সিরিজের স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি। এক্স৫ জিটি হবে ভারতে পোকোর এক্স জিটি সিরিজের প্রথম স্মার্টফোন। কোম্পানি এর আগে বিশ্ববাজারের জন্য এক্স জিটি সিরিজের অধীনে পোকো এক্স৩ জিটি এবং এক্স৪ জিটি সিরিজগুলি লঞ্চ করেছে, কিন্তু সেগুলি ভারতে আসেনি।

জানিয়ে রাখি, আসন্ন Poco X5 GT-কে এর আগে আইএমইআই (IMEI) ডেটাবেসে দেখা গিয়েছিল। এর তালিকাটি থেকে জানা গেছে যে, ফোনটি রিব্র্যান্ডেড Redmi Note 12 Turbo হতে পারে, যা চীনের বাজারে শীঘ্রই লঞ্চ হবে বলে খবর। Note 12 Turbo মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে বলে মনে করা হচ্ছে।

ওই আপকামিং রেডমি স্মার্টফোনটিকে ইতিমধ্যেই ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৩সি (3C) সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে। এছাড়া, Redmi Note 12 Turbo-তে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে।

Tags:    

Similar News