কৌতূহল আরও বাড়িয়ে ফাঁস Poco X5 ও Poco X5 Pro ফোনের ছবি সহ স্পেসিফিকেশন
Poco খুব শীঘ্রই বেশ কয়েকটি নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে। যার মধ্যে একটি হল Poco F5 Pro। ফোনটিকে সম্প্রতি ‘ফেডারাল কমিউনিকেশন কমিশন’ ওরফে FCC সার্টিফিকেশন ওয়েবসাইটের ডেটাবেসে উপস্থিত হতে দেখা যেছে। আর অন্যটি হল Poco X5 সিরিজ, যা আগামী ৬ই ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। আলোচ্য লাইনআপের অধীনে দুটি ডিভাইস আত্মপ্রকাশ করতে পারে – Poco X5 5G এবং Poco X5 Pro। হালফিলে আসন্ন এই দুটি ডিভাইসের কিছু কী-স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছিল। আর আজ এক জনপ্রিয় লিকস্টার, স্নোপিটেক (SnoopyTech) Poco X5 সিরিজের মডেল-দ্বয়ের ডিজাইন রেন্ডার অনলাইনে ফাঁস করলেন।
আনুষ্ঠানিক লঞ্চের আগেই ফাঁস হল Poco X5 ও X5 Pro স্মার্টফোনের ডিজাইন রেন্ডার
সদ্য প্রকাশ্যে আসা ডিজাইন রেন্ডার অনুসারে, সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ পোকো এক্স৫ ৫জি দুটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে - গ্রে এবং গ্রীন। ডিভাইসটির ডিজাইন হুবহু রেডমি নোট ১২ ৫জি (Redmi Note 12 5G) -এর মতো। তবে তার মধ্যেও পোকো সংস্থার 'সিগনেচার স্টাইল' -এর ছোঁয়া দেখা যাবে। আর আসন্ন পোকো এক্স৫ ৫জি, রেডমি নোট ১২ ৫জি ফোনের রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে আসবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, রেডমি নোট ১২ প্রো স্পিড এডিশন (Redmi Note 12 Pro Speed Edition) -এর সাথে আপকামিং পোকো এক্স৫ প্রো ফোনের ডিজাইনগত মিল থাকছে। ফলে আসন্ন পোকো ডিভাইসটি উক্ত রেডমি হ্যান্ডসেটের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। ফোন দুটির মধ্যে পার্থক্যের কথা বললে, এক্স৫ সিরিজের এই 'প্রো' মডেলটি পোকোর সিগনেচার কালার বিকল্প সহ আসবে। যদিও এই কালারগুলি কি হবে তা এখনো জানা যায়নি।
প্রসঙ্গত, পোকো এক্স৫ সিরিজের অধীনে আসন্ন ফোন দুটির কনফিগারেশন সম্পর্কিত একাধিক তথ্য সম্প্রতি ফাঁস হয়েছিল। তো চলুন এগুলি জেনে নেওয়া যাক এবার…
Poco X5 Pro স্পেসিফিকেশন (সম্ভাব্য)
পোকো এক্স৫ প্রো স্মার্টফোনে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা প্লাস ৫ প্রটেকশনের সাথে আসবে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হবে৷ ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, ডিভাইসে সম্ভবত ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল শুটার এবং ২ মেগাপিক্সেল ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। শেষ দুটি সেন্সর যথাক্রমে পোর্ট্রেট লেন্স এবং আল্ট্রা-ওয়াইড ক্যামেরা হবে বলে মনে হচ্ছে। ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য Poco X5 Pro স্মার্টফোনে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে। এটি IP68-রেটিং প্রাপ্ত হবে।
Poco X5 স্পেসিফিকেশন (সম্ভাব্য)
সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাস ২ প্রটেকশন সহ ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর থাকবে। ডিভাইসটি ৬ জিবি র্যাম সহ আসবে। ক্যামেরা বিভাগের ক্ষেত্রে এই মডেলেও ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট উপস্থিত থাকবে। এই ক্যামেরাগুলি - ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল সেন্সর হতে পারে। ফোনের সামনের ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পরিশেষে Poco X5 IP54 রেটিং প্রাপ্ত হবে।