লঞ্চের আগেই ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Poco X5 Pro ফোনের দাম ও সেলের তারিখ ফাঁস
আগামী ৬ই ফেব্রুয়ারি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Poco X5 Pro। আর এই একই দিনে, Poco বিশ্ব বাজারে Poco X5 Pro মডেলের পাশাপাশি Poco X5 স্মার্টফোনকেও লঞ্চ করার ঘোষণা করেছে৷ যদিও এদেশে আনুষ্ঠানিকভাবে পা রাখার ৫দিন আগেই, টিপস্টার পারাস গুগলানি (Paras Guglani) আসন্ন Poco X-সিরিজের 'Pro' মডেলের ভারতীয় বিক্রয় মূল্য এবং প্রথম সেলের তারিখ ফাঁস করলেন।
লঞ্চের আগেই ফাঁস হল Poco X5 Pro স্মার্টফোনের ভারতীয় মূল্য এবং সেলের তারিখ
মাইক্রোব্লগিং সাইট টুইটারে টিপস্টার বলেছেন, এদেশে পোকো এক্স৫ প্রো স্মার্টফোনের ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম রাখা হবে ২৪,৯৯৯ টাকা। পাশাপাশি পারাস আরো জানিয়েছেন যে, ১১ই ফেব্রুয়ারি থেকে আলোচ্য ফোনটি ভারতে কেনার জন্য উপলব্ধ হবে।
প্রসঙ্গত, পোকো ইতিমধ্যেই তাদের আসন্ন মিড-রেঞ্জ অফারিং পোকো এক্স৫ প্রো মডেলের বেশ কয়েকটি কী-ফিচার নিশ্চিত করেছে। যেমন, আসন্ন মডেলটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে প্যানেলের সাথে আসবে, যার ডিজাইন হবে কেন্দ্রীভূত পাঞ্চ-হোল নচ স্টাইলের। আর ফটোগ্রাফির জন্য এতে ১০৮ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আবার সাম্প্রতিক কিছু লিক অনুসারে, এক্স-সিরিজের এই হ্যান্ডসেট অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর দ্বারা চালিত হবে। এই চিপসেট TSMC -এর ৬ এনএম প্রসেসিং নোড ভিত্তিক এবং ইন্টিগ্রেটেড অ্যাড্রেন ৬৪২এল জিপিইউ সহ এসেছে।
সম্প্রতি পোকো এক্স৫ প্রো স্মার্টফোনের একটি ডিজাইন রেন্ডারও অনলাইনে ফাঁস হয়েছিল। যেখানে দাবি করা হয় যে, এই মডেলটি - ব্ল্যাক, ব্লু এবং পোকো সংস্থার 'সিগনেচার' ইয়ালো কালার বিকল্পে লঞ্চ হবে। যার মধ্যে পোকো ইয়েলো কালার ভ্যারিয়েন্টে হলুদ রঙের পাওয়ার বাটন দেখা যাবে, যা ফোনটির অফিসিয়াল টিজারেও লক্ষণীয়।
একটি ইউরোপীয় রিটেলার ওয়েবসাইটে তালিকাভুক্ত হল Poco X5 Pro
হালফিলে পোকো এক্স৫ প্রো স্মার্টফোনকে একটি ইউরোপীয় রিটেলার ওয়েবসাইটে তালিকাভুক্ত হতে দেখা গেছে। লিস্টিং অনুসারে, আসন্ন মডেলটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০×২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে সহ আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট থাকবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। আবার ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, আপকামিং Poco X5 Pro ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ক্যামেরাগুলি - ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি শ্যুটার এবং ২ মেগাপিক্সেল লেন্স হতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট শ্যুটার থাকবে। লিস্টিংয়ে আরো উল্লেখ আছে যে, পোকো এক্স৫ প্রো IP68 রেটিং প্রাপ্ত হবে। এর পরিমাপ ১৬২.১×৭৬×৭.৯ মিমি এবং ওজন ১৮১ গ্রাম হবে।