ফ্লিপকার্ট সেলে 5500 টাকা থেকে স্মার্টফোন, Poco-র 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোন অবিশ্বাস্য দামে

Update: 2023-05-02 11:41 GMT

Flipkart Big Saving Days Sale শুরু হচ্ছে আগামী ৪ মে থেকে। ১০ মে পর্যন্ত চলা এই সেলে Poco ব্র্যান্ডের স্মার্টফোনে বাম্পার ডিসকাউন্ট দেওয়া হবে। টিজার পেজ থেকে জানা গেছে, ডিসকাউন্ট ও অফারের পর ৫,৫০০ টাকারও কম দামে Poco-র স্মার্টফোন কেনা যাবে। এছাড়া ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Poco X5 Pro হ্যান্ডসেটেও বিপুল ছাড় দেওয়া হবে । চলুন দেখে নেওয়া যাক আসন্ন ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে পোকোর কোন ফোনে কি ডিল দেওয়া হচ্ছে।

Poco X5 5G

স্ন্যাপড্রাগন ৬৯৫ এবং ফুল এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে সহ আসা পোকো এক্স৫ ৫জি ১৫,০০০ টাকারও কম দামে পাওয়া যাবে বলে ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলের টিজার পেজ থেকে জানা গেছে। এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে। আর ফটোগ্রাফির জন্য এই হ্যান্ডসেটে পাওয়া যাবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। লঞ্চের সময় এই ফোনটির দাম ছিল ১৮,৯৯৯ টাকা, তবে সেলে আপনি ৪,০০০ টাকা ছাড়ের পরে এটি ১৪,৯৯৯ টাকায় কিনতে পারবেন। সাথে ব্যাঙ্ক অফারও থাকবে‌।

Poco M5

পোকো এম৫ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। ফ্লিপকার্ট সেলে এই ফোনের দাম ১২,৪৯৯ টাকা থেকে কমে দাঁড়াবে ৮,৯৯৯ টাকা। এতে আছে ৬.৫৮ ইঞ্চি ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ফোনটির পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।

Poco X5 Pro

২২,৯৯৯ টাকা দামের এই প্রিমিয়াম ফোনটি ২০,৯৯৯ টাকায় সেলে বিক্রি হবে। বৈশিষ্ট্যের কথা বললে, পোকো এক্স৫ প্রো ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে সহ এসেছে। আডিও-র জন্য পাওয়া যাবে ডলবি অ্যাটমস সাপোর্ট। আর ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরার এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর।

Poco C50

পোকোর এই এন্ট্রি লেভেল ফোনটি সেলে ৫,৪৯৯ টাকায় পাওয়া যাবে। এই স্মার্টফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং মিডিয়াটেক হেলিও এ২২ চিপসেট। এছাড়া এতে দেওয়া হয়েছে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে ও ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ।

Tags:    

Similar News