Poco X5 সিরিজ ভ্যালেন্টাইন্স ডে-র আগেই ভারতে আসতে পারে, কেমন ফিচার থাকবে

Update: 2022-12-21 07:21 GMT

পোকো গত মার্চ মাসে ভারতে Poco X4 Pro 5G লঞ্চ করেছিল। আর সম্প্রতি এর উত্তরসূরি Poco X5 সিরিজের স্মার্টফোনগুলি কয়েকটি সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন লাভ করেছে বলে জানা গেছে। তাই মনে করা হচ্ছে, ব্র্যান্ডটি শীঘ্রই তাদের পরবর্তী প্রজন্মের X-সিরিজের হ্যান্ডসেটগুলি বাজারে আনবে। আর এখন পোকোর ভারতীয় শাখার প্রধান হিমাংশু ট্যান্ডন সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে ইঙ্গিত দিয়েছেন যে, Poco X5 সিরিজটি আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে বাজারে লঞ্চ হতে পারে।

Poco X5 সিরিজ শীঘ্রই আসছে ভারতীয় বাজারে

এক টুইটার ব্যবহারকারীর স্মার্টফোনের তালিকা সম্পর্কিত একটি টুইটের প্রতিক্রিয়ায়, পোকো ইন্ডিয়ার হেড হিমাংশু ট্যান্ডন ইঙ্গিত দিয়েছেন যে নতুন পোকো এক্স৫ সিরিজটি আসন্ন ২০২৩ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাস নাগাদ এদেশের বাজারে পা রাখতে পারে। সংস্থার প্রধানের পোস্ট করা টুইটটিতে পোকো এক্স৫ সিরিজের কথা উল্লেখ করা হয়েছে, যার অর্থ ব্র্যান্ড এই লাইনআপের অধীনে একাধিক স্মার্টফোন লঞ্চ করবে।

https://twitter.com/heyitsyogesh/status/1604722877093523456?t=5STIwzNcTjsJRZDZDvBIZA&s=19

জানিয়ে রাখি, ব্র্যান্ডটি গত বছর তাদের এক্স৩ লাইনআপের অধীনে পোকো এক্স৩ এবং পোকো এক্স৩ প্রো- মডেল দুটি এনেছিল। কিন্তু পোকো এ বছর এক্স৪ সিরিজে অন্তর্ভুক্ত একটি স্মার্টফোনই বাজারে লঞ্চ করেছে, সেটি হল পোকো এক্স৪ প্রো ৫জি। তবে, সাম্প্রতিক টুইটের ওপর ভিত্তি করে আশা করা যায়, কোম্পানি এক্স৫ সিরিজের অধীনে পোকো এক্স৫ এবং পোকো এক্স৫ প্রো লঞ্চ করবে।

প্রসঙ্গত, 22111317PG মডেল নম্বর সহ POCO X5 মডেলটিকে ইতিমধ্যেই এসআইআরআইএম (SIRIM) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। আর 22111317PI মডেল নম্বর সহ POCO X5-এর ভারতীয় ভ্যারিয়েন্টটিও ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে। 22101320 মডেল নম্বর সহ একটি পোকো হ্যান্ডসেটকে প্রাথমিকভাবে POCO X5 বলে মনে করা হচ্ছিল। তবে, শাওমিইউআই-এর একটি সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে 22101320 মডেল নম্বর যুক্ত ডিভাইসটি Poco X5 Pro হিসাবে লঞ্চ হবে৷

এছাড়াও, 22101320I মডেল নম্বর সহ Poco X5 Pro-এর ভারতীয় সংস্করণটি ("I" অক্ষরটি ভারতীয় ভ্যারিয়েন্টকে বোঝায়), ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS) সার্টিফিকেশন থেকে প্রত্যয়িত হয়েছে। আবার, 22101320G মডেল নম্বর সহ Poco X5 Pro-এর গ্লোবাল ভ্যারিয়েন্টটিকে চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C), আইএমডিএ (IMDA) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর মতো গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।

স্পেসিফিকেশনের প্রসঙ্গে বললে, 22101320 মডেল নম্বর সহ Poco X5 Pro-তে ৪,৯০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে (এফসিসি তালিকায় প্রকাশ করা হয়েছে)। তবে আশা করা যায়, কোম্পানি এটিকে ৫,০০০ এমএএইচ ব্যাটারি হিসাবে বাজারজাত করবে। X-সিরিজের আসন্ন প্রো মডেলটি তার পূর্বসূরির মতোই ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর Poco X5 Pro অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) ইউজার ইন্টারফেসে রান করবে বলে জানা গেছে।

অন্যদিকে, স্ট্যান্ডার্ড Poco X5-এর মডেল নম্বর Redmi Note 12 5G-এর মতোই। সুতরাং, আশা করা যায় Poco X5 মডেলটি Redmi Note 12 5G-এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে বাজারে আত্মপ্রকাশ করবে। তবে, এতে Note 12 5G-এর তুলনায় কিছু পরিবর্তনও দেখা যাবে বলে অনুমান করা হচ্ছে। অর্থাৎ, Poco X5 মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। অন্যদিকে, Poco X5 Pro-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ থাকতে পারে।

Tags:    

Similar News