লঞ্চের আগেই Poco X6 5G ফোনের আনবক্সিং ভিডিও ফাঁস, কি কি অফার করবে দেখে নিন
আগামী ১১ই জানুয়ারি ভারতের বাজারে Poco X6 স্মার্টফোন সিরিজ লঞ্চ করার কথা ঘোষণা করেছে Poco। Xiaomi মালিকানাধীন এই ব্র্যান্ডটি তাদের আপকামিং লাইনআপের অধীনে মোট দুটি মডেল নিয়ে আসবে, যথা - Poco X6 5G এবং Poco X6 Pro 5G। সংস্থার তরফ থেকে হালফিলে নিশ্চিত করা হয়েছে যে, লঞ্চ-পরবর্তী সময়ে এই স্মার্টফোন-দ্বয় ই-কমার্স সাইট Flipkart -এর মাধ্যমে পাওয়া যাবে। একই সাথে, Poco তাদের এই লেটেস্ট সিরিজের চিপসেট বিবরণ প্রকাশ্যে নিয়ে এসেছিল সম্প্রতি। আবার আজ সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ Poco X6 5G -এর একটি আনবক্সিং ভিডিও X প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে।
Poco X6 5G স্মার্টফোনের অনবক্সিং ভিডিও এলো সামনে
সদ্য প্রকাশ্যে আসা আনবক্সিং ভিডিও -তে প্রথমেই, আসন্ন পোকো এক্স৬ ৫জি স্মার্টফোনের রিটেল প্যাকেজিং দেখানো হয়েছে। এই রিটেল বক্সের উপরে এবং পাশে ব্র্যান্ড লোগো সহ ডিভাইসের নাম উল্লেখ আছে। এই বক্সের মধ্যে - একটি ব্যাক প্যানেল কেস, ইউজার ম্যানুয়াল, সিম কার্ড ট্রে, ৬৭ওয়াট চার্জিং অ্যাডাপ্টার এবং একটি রেগুলার ইউএসবি টাইপ-এ থেকে টাইপ-সি কনভার্টেবল কেবল অন্তর্ভুক্ত রয়েছে৷
ভিডিও -তে আনবক্স করা ইউনিটটি ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত হোয়াইট ভ্যারিয়েন্ট ছিল। এর ডান প্রান্তে - পাওয়ার বাটন এবং ভলিউম রকার দেখা গেছে। ফোনের বাম দিকে কিছুই নেই। আবার ডিভাইসের নিচে - ইউএসবি টাইপ-সি পোর্ট, স্পিকার গ্রিল, মাইক্রোফোন জ্যাক কানেক্টর এবং সিম কার্ড ট্রে লক্ষণীয়। প্রসঙ্গত, এই আনবক্সিং ভিডিওর শেষে স্ট্যান্ডার্ড পোকো এক্স৬ ৫জি ফোনের ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টটিও দেখানো হয়েছে।
জানিয়ে রাখি, আসন্ন পোকো হ্যান্ডসেটটি রেডমি নোট ১৩ প্রো ৫জি (Redmi Note 13 Pro 5G) স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে লঞ্চ হতে চলেছে। এক্ষেত্রে পেরেন্ট সংস্থা শাওমি, আজ (৪ঠা জানুয়ারি) ভারতে রেডমি নোট ১৩ ৫জি (Redmi Note 13 5G) সিরিজ লঞ্চ করেছে। তবে রেডমির রিব্র্যান্ডেড সংস্করণ হওয়া সত্ত্বেও পোকো ব্র্যান্ডের ডিভাইসটির ক্যামেরা ফিচার ভিন্ন থাকবে বলে জানা যাচ্ছে।
এছাড়া জানা যাচ্ছে, Poco X6 5G স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর ব্যবহার করা হবে। এই চিপসেট - স্যামসাংয়ের ৪এনএম প্রসেসিং নোড ভিত্তিক হবে এবং ২.৪ গিগাহার্টজ রেটের চারটি কর্টেক্স এ৭৮ কোর, ১.৯৫ গিগাহার্টজ রেটের ছয়টি কর্টেক্স এ৫৫ কোর ও অ্যাড্রেন ৭১০ জিপিইউ সাপোর্ট করবে।
পোকো ব্র্যান্ডিংয়ের এই আপকামিং মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০০ নিট পিক ব্রাইটনেস, ৫,০০০,০০০:১ কনট্রাস্ট রেশিও, ১৯২০ হার্টজ PWM হাই ফ্রিকোয়েন্সি ডিমিং, DCIP-3 কালার গ্যামেট এবং HDR10+ প্রযুক্তি সমর্থিত ৬.৬৭-ইঞ্চির AMOLED ডিসপ্লের সাথে আসবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ কাস্টম স্কিনে রান করবে। তবে সিরিজের 'প্রো' (Poco X6 Pro 5G) মডেলটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপার ওএস কাস্টম রমের সাথে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। আর আসন্ন Poco X6 5G স্মার্টফোন - ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৬৭ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি অফার করতে পারে।
Poco X6 5G স্মার্টফোনের দাম এদেশে ২০,০০০ টাকার কাছাকাছি রাখা হতে পারে। এটি - হোয়াইট এবং ব্ল্যাক কালার অপশনের সাথে আত্মপ্রকাশ করবে।