Poco X6 Neo ফোনের সেল শুরু, 108 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোনের সাথে পাবেন লোভনীয় অফার
Poco X6 Neo কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে। আর আজ দুপুর 12 টায় এর সেল শুরু হবে। ই-কমার্স সাইট Flipkart থেকে এই ফোনটি কেনা যাবে। আর সেল অফার হিসেবে Poco X6 Neo এর সাথে পাওয়া যাবে ব্যাঙ্ক ও ইএমআই অফার। ফিচারের কথা বললে, এই ডিভাইসে আছে ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, 108 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, 5000 এমএএইচ ব্যাটারি ও মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসর।
Poco X6 Neo এর দাম ও সেল অফার
পোকো এক্স6 নিও এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 19,999 টাকা রাখা হয়েছে। আর 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে 21,999 টাকা। এটি অ্যাস্ট্রাল ব্ল্যাক, হরাইজন ব্লু এবং মার্টিন অরেঞ্জ কালারে পাওয়া যাবে।
অফারের কথা বললে, পোকো এক্স6 নিও কেনার সময় SBI, HDFC, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে 1,000 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়া হবে। আর এর ইএমআই শুরু হবে 536 টাকা থেকে।
Poco X6 Neo এর স্পেসিফিকেশন ও ফিচার
Poco X6 Neo ফোনের অন্যতম আকর্ষণ এর ক্যামেরা। এতে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 3এক্স ইন-সেন্সর জুম সহ 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার এর সামনে দেখা যাবে কর্নিং গরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস (2400x1080 পিক্সেল) AMOLED ডিসপ্লে। এই পাঞ্চ-হোল ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট, 2160 হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট ও 1,000 নিট পিক ব্রাইটনেস অফার করে।
পারফরম্যান্স জন্য এই ফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসর। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক এমআইইউআই 14 কাস্টম স্কিনে চলে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33 ওয়াট ওয়্যারড চার্জিং সমর্থন করে।
সিকিউরিটির কথা বললে, Poco X6 Neo স্মার্টফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আর সাউন্ডের জন্য সিঙ্গেল বটম-ফায়ারিং স্পিকার সিস্টেম দেওয়া হয়েছে। কানেক্টিভিটি বিকল্প হিসাবে এতে ডুয়াল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই 5, ব্লুটুথ 5.3, GNSS, ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি 3.5 মিমি হেডফোন জ্যাক পাবেন।