Poco X6 সিরিজ আগামী বছরের শুরুতে ভারতে আসছে, থাকবে শক্তিশালী Dimensity 8300 Ultra প্রসেসর

By :  techgup
Update: 2023-12-27 18:05 GMT

পোকো ইন্ডিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে, আসন্ন পোকো এক্স৬ প্রো স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হবে। জানিয়ে রাখি, এই চিপসেট কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের মতো শক্তিশালী। তদুপরি, অতীতে প্রকাশিত একটি FCC সার্টিফিকেশন অনুযায়ী, ডিভাইসটি ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

উপরে উল্লেখিত যাবতীয় বিবরণ থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে, আসন্ন Poco X6 Pro মডেলটি সদ্য চীনের বাজারে আত্মপ্রকাশ করা Redmi K70e ফোনের রিব্র্যান্ডেড সংস্করণ হবে। সর্বোপরি এই দুটি হ্যান্ডসেটের মডেল নম্বরও অনুরূপ।

রিব্র্যান্ডেড সংস্করণ হওয়ার দরুন Redmi K70e এবং Poco X6 Pro ফোনের যাবতীয় ফিচার একসমান থাকবে বলেই আশা করা হচ্ছে। তবে চীনে লঞ্চ হওয়া মডেলটি ৯০ ওয়াট চার্জিং সাপোর্ট করলেও, ভারতে আসন্ন ফোন মাত্র ৬৭ ওয়াট চার্জিং অফার করবে বলে দাবি করেছেন বহু টিপস্টার।

Poco X6 Pro স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: ৬.৬৭-ইঞ্চির AMOLED ডিসপ্লে প্যানেল, যা ১.৫কে (২৭১২×১২২০ পিক্সেল) রেজোলিউশন, ১২-বিট প্যানেল, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ১৮০০ নিট ব্রাইটনেস, ৫,০০০,০০০:১ কন্ট্রাস্ট রেশিও, ১৯২০ হার্টজ PWM হাই ফ্রিকোয়েন্সি ডিমিং, ডলবি ভিশন, HDR10+, এবং DCI-P3 কালার গ্যামেট সাপোর্ট করে।
  • প্রসেসর: TSMC এর ৪এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ আল্ট্রা চিপসেট এবং মালি জি৬১৫ জিপিইউ।
  • মেমরি: ৮ জিবি/১২ জিবি LPDDR5X র‍্যাম এবং ২৫৬ জিবি/৫১২ জিবি UFS 4.0 স্টোরেজ।
  • সফ্টওয়্যার: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিন।
  • রিয়ার ক্যামেরা: ডুয়াল-টোন এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট। যথা - OIS সমর্থিত ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (আকার:১/২-ইঞ্চি) + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার।
  • ফ্রন্ট ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
  • সিকিউরিটি ফিচার: ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
  • অডিও: ডলবি অ্যাটমস এবং স্পেটিয়াল অডিও সমর্থিত স্টেরিও স্পিকার সেটআপ। যা হাই রেস অডিও সার্টিফিকেশন এবং হাই রেস ওয়্যারলেস সার্টিফিকেশন সহ এসেছে।
  • কানেক্টিভিটি অপশন: ডুয়াল-সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৬, ২×২ MIMO, ব্লুটুথ ৫.৪, NFC, GPS, গ্লোনাস, গ্যালিলিও, এবং বাইডু।
  • ব্যাটারি: ৫,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।
  • মাত্রা: ১৬০.৪৫×৭৪.৩৪×৮.০৫ মিমি।
  • ওজন: ১৯৮ গ্রাম।

ভারতে Poco X6 Pro স্মার্টফোনের সম্ভাব্য বিক্রয় মূল্য

চীনে Redmi K70e ফোনের ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,৫০০ টাকা) রাখা হয়েছে। ফলে আশা করা হচ্ছে যে, ভারতে আসন্ন Poco X6 Pro স্মার্টফোনের দাম ২৫,০০০ টাকার কম ধার্য করা হবে।

Tags:    

Similar News