পয়লা বৈশাখের অফার! 37 হাজার টাকা পর্যন্ত সস্তা Samsung-এর নতুন 5G ফোন
স্যামসাংয়ের প্রিমিয়াম স্মার্টফোন Samsung Galaxy S23 5G অ্যামাজনে বাম্পার ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের এই ফোনের এমআরপি ৯৫,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের ব্লকবাস্টার ভ্যালু ডিলে ১৭% ডিসকাউন্ট সহ ৭৯,৯৯৯ টাকায় কেনা যাবে ডিভাইসটি। আবার আপনি যদি ফোনটি কেনার সময় এইচডিএফসি ব্যাংকের কার্ড ব্যবহার করেন তাহলে ৫,০০০ টাকা ছাড়ও পাবেন।
তবে অফার এখানেই শেষ নয়, Samsung Galaxy S23 5G ফোনের সাথে ৩২ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। ফলে ব্যাংক ও এক্সচেঞ্জ অফার সহ এই ফোনটি ৩৭ হাজার টাকা পর্যন্ত সস্তায় নিজের করা যাবে।
Samsung Galaxy S23 5G-এর স্পেসিফিকেশন ও ফিচার
স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি-তে ২৩৪০×১০৮০ পিক্সেল রেজোলিউশনের ৬.১ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি ডাইনামিক অ্যামোলেড ২এক্স ইনফিনিটি-ও এফএইচডি+ ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর ফটোগ্রাফির জন্য এই ফোনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা।
এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যাবে ৩৯০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫.১-এ চলে