Free-তে মিলছে ফিচারে ঠাসা Nothing Phone (2), নিউ ইয়ার অফার নাকি ব্র্যান্ডের কোনো খাস প্ল্যান?

Update: 2024-01-03 10:18 GMT

অল্প সময়ে অর্জিত তুমুল জনপ্রিয়তা ধরে রাখতে আমেরিকান টেক কোম্পানি Nothing, কাজ করেই চলেছে। সারা বিশ্বে নিজের ম্যাজিক ছড়িয়ে দিতে সংস্থাটি শীঘ্রই সাশ্রয়ী মূল্যের Nothing Phone 2a ফোন লঞ্চ করবে বলে জানিয়েছে। তবে সেই ইভেন্টের আগে, নতুন বছরের শুরুতেই তারা আরও একটি চমক দিচ্ছে! বর্তমানে Nothing, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (Twitter-এর নতুন নাম)-এর মাধ্যমে তার বহু আলোচিত প্রিমিয়াম স্মার্টফোন Nothing Phone (2) উপহার হিসেবে ফ্রি-তে দিচ্ছে। সোজা কথায় বললে ভাগ্যবান টুইটার ইউজাররা বিনামূল্যে এই ফোনটি হাতের মুঠোয় পেয়ে যাবেন, আর এর জন্য তাদের শুধুমাত্র একটি ছোট্ট কাজ করতে হবে।

Twitter-এ ফ্রি-তে মিলছে Nothing Phone (2)

অনেক সময়েই জনপ্রিয় প্রযুক্তি কোম্পানিগুলি তাদের প্রচার বাড়ানোর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে তাদের জনপ্রিয় এমনকি প্রিমিয়াম প্রোডাক্টও ইউজারদের হাতে বিনামূল্যে তুলে দেয় – এই ধরনের প্রোগ্রাম বা ক্যাম্পেইনে লাকি ড্রয়ে বিজয়ী ভাগ্যবান ইউজারই উপহার হাতে পান। এখন, নাথিংও এমন একটি পদক্ষেপ নিয়েছে, যে কারণে আপনি এক টাকাও খরচ না করে নাথিং ফোন (২) হাতে পেতে পারেন।

https://twitter.com/nothing/status/1742141686698918126

বিনামূল্যে Nothing Phone (2) পেতে করুন এই কাজ

  • নাথিং কোম্পানির আল্ট্রা-প্রিমিয়াম স্মার্টফোন ফ্রি-তে প্রথমে আপনাকে এক্স প্ল্যাটফর্মে যেতে হবে।
  • এরপর আপনাকে নাথিংয়ের অফিসিয়াল অ্যাকাউন্ট (ইউজারনেম @nothing) সার্চ করতে হবে।
  • পরবর্তী ধাপে কোম্পানির অ্যাকাউন্টটি ফলো করে সেটির ফ্রি গিফ্ট সম্পর্কিত গিভ-অ্যাওয়ে পোস্ট আপনাকে পুনরায় শেয়ার করতে হবে।
  • মনে রাখবেন, এই গিভ-অ্যাওয়ে পোস্টে কিন্তু করতে হবে কমেন্টও।

ব্র্যান্ডটি জানিয়েছে যে, এই সমস্ত কাজ করার পর যার পোস্টের কমেন্টে সর্বাধিক লাইক পড়বে, তাকে সংস্থার তরফে আগামী ৫ই জানুয়ারী বিজয়ী ঘোষণা করা হবে। এছাড়া দেওয়া হবে উপহারও।

Nothing Phone (2)-এর দাম ও ফিচার

বাজারে নাথিং ফোন (২)-এর দাম ৩৯,৯৯৯ টাকা থেকে শুরু। আর এই স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি ফুলএইচডি+ এলটিপিও ওলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর, ৪,৭০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার মতো ফিচার আছে। ফোনটির অন্যতম আকর্ষণ এর ডিজাইন।

Tags:    

Similar News