মাত্র ৯৯৯ টাকার ইয়ারফোনে এত কিছু, pTron Bassbuds Fute তাক লাগানো ফিচার সহ লঞ্চ হল

By :  techgup
Update: 2022-06-29 07:21 GMT

দেশীয় সংস্থা pTron এবার ভারতীয় বাজারে নিয়ে আসল তাদের নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড, যার নাম Bassbuds Fute। এটি একটি ট্রানসলুসেন্ট চার্জিং কেসের সাথে এসেছে, যার ফলে বাইরে থেকে ভেতরের ইয়ারবাডগুলি স্পষ্ট দৃশ্যমান। এতে রয়েছে ১৩ এমএম ড্রাইভার। সংস্থাটি দাবি করেছে, একবার চার্জে এটি ২৫ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন pTron Bassbuds Fute ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

pTron Bassbuds Fute ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে পিট্রন বেসবাডস ফিউট ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৯৯৯ টাকা। এর সাথে ক্রেতারা পাবেন এক বছরের ওয়্যারেন্টি। ই-কমার্স সাইট অ্যামাজন ইন্ডিয়ায় ব্ল্যাক এবং হোয়াইট এই দুটি কালার অপশনে উপলব্ধ নতুন ইয়ারফোনটি।

pTron Bassbuds Fute ইয়ারফোনের স্পেসিফিকেশন

নবাগত পিট্রন বেসবাডস ফিউট ইয়ারফোনের স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে, এতে দেওয়া হয়েছে একটি ট্রানসলুসেন্ট ডিজাইনের চার্জিং কেস এবং এর ইয়ারবাডগুলি ইন-ইয়ার ফিট স্টাইলের হাওয়ায় নয়েজ ক্যান্সলেশন ফিচার ভালোভাবে কাজ করবে। শুধু তাই নয়, এর ইয়ারবাডগুলি স্পেশিয়াল অডিও সরবরাহ করতে সক্ষম।

অন্যদিকে, দ্রুত সংযোগের জন্য বেসবাডস ফিউট ইয়ারফোনে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.১, যার কানেক্টিভিটি রেঞ্জ ১০ মিটার পর্যন্ত। এছাড়া এতে থাকছে ১৩ এমএম ড্রাইভার। সংস্থাটি দাবি করেছে, ন্যাচারাল স্টেরিও সাউন্ডের সাথে গেমিং চলাকালীন ইয়ারফোনটি দুর্দান্ত অডিও সরবরাহ করতে পারবে। উপরন্তু জল ও ঘাম থেকে সুরক্ষা দিতে এটি IPX4 রেটিংসহ এসেছে।

pTron Bassbuds Fute ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে বলতে গেলে, এক ঘন্টা চার্জ এটি ২৫ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। আবার টাইপ সি পোর্টের মাধ্যমে এর চার্জিং কেসটিকে সহজেই চার্জ দেওয়া যাবে।

Tags:    

Similar News