২০০ মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট সহ লঞ্চ হল Snapdragon 8 Gen 1+, Snapdragon 7 Gen 1 প্রসেসর
চিপসেট নির্মাতা কোয়ালকম আজ (২০ মে) তাদের বহু প্রতীক্ষিত দুটি নতুন প্রসেসরের ওপর থেকে পর্দা সরিয়েছে। সংস্থা নতুন Snapdragon 7 Gen 1-এর পাশাপাশি Snapdragon 8+ Gen 1 মোবাইল প্ল্যাটফর্মটি লঞ্চ করেছে। এদুটির মধ্যে 8+ Gen 1 SoC হল সবচেয়ে প্রিমিয়াম এবং শক্তিশালী চিপ। এটি গত বছরের শেষের দিকে লঞ্চ হওয়া Snapdragon 8 Gen 1-এর আপগ্রেডেড সংস্করণ। অন্যদিকে, Qualcomm Snapdragon 7 Gen 1 নির্বাচিত হাই-এন্ড এবং চাহিদাভিত্তিক ফিচার ও প্রযুক্তি অফার করে। আসুন সদ্য উন্মোচিত এই চিপসেটগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্লাস-এর স্পেসিফিকেশন (Qualcomm Snapdragon 8 Gen 1+ SoC Specifications)
স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্লাস চিপসেটটি স্ন্যাপড্রাগন ৮ জেন ১-এর উত্তরসূরি হিসেবে এসেছে। তাই এতে পূর্বসূরির তুলনায় কিছু ছোটখাটো আপগ্রেড পরিলক্ষিত করা যায়। কোয়ালকম দাবি করেছে যে, এই নতুন ফ্ল্যাগশিপ চিপসেটটি ৩০ শতাংশ কম শক্তি খরচ করে সিপিইউ (CPU) এবং জিপিইউ (GPU) কর্মক্ষমতাতে ১০ শতাংশ উন্নত করতে পারে। এর ফলে প্রায় ৬০ মিনিট অতিরিক্ত মসৃণ গেমপ্লে পাওয়া সম্ভব। এই অক্টা-কোর প্রসেসরের সর্বোচ্চ ক্লক স্পিড ৩.২ গিগাহার্টজ।
এর পাশাপাশি, Qualcomm Snapdragon 8 Gen 1+ চিপসেটটি ৮কে এইচডিআর ভিডিও রেকর্ডিং, ২০০ মেগাপিক্সেলের ইমেজ ক্যাপচার করা বা জিরো শাটার ল্যাগ সহ ৩০ ফ্রেম পার সেকেন্ড (fps)-এ সিঙ্গেল ক্যামেরার মাধ্যমে ১০৮ মেগাপিক্সেলের ভিডিও রেকর্ড করার মতো স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রযুক্তিগুলি অফার করে।
এই ৫জি ফ্ল্যাগশিপ প্রসেসরটি নতুন সপ্তম প্রজন্মের কোয়ালকম এআই ইঞ্জিনের সৌজন্যে ২০ শতাংশ ভাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত পারফরম্যান্স প্রদান করবে বলেও দাবি করেছে সংস্থা। এক্স৬৫ ৫জি (X65 5G) মডেমের সাহায্যে, Snapdragon 8 Gen 1 সাব-৬গিগাহার্টজ (sub-6GHz) এবং এমএমওয়েভ ৫জি (mmWave 5G) উভয়কেই সাপোর্ট করে। এটি ওয়াই-ফাই ৬, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.৩-এর জন্য সাপোর্ট বহন করে।
উল্লেখ্য, শাওমি, রিয়েলমি, আসুস, ওপ্পো, ওয়ানপ্লাস, ভিভো, আইকো, অনর মতো ইলেকট্রনিক্স সংস্থাগুলি Snapdragon 8+ Gen 1-এর সাথে এবছরের তৃতীয় ত্রৈমাসিক থেকেই নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে জানা গেছে।
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১-এর স্পেসিফিকেশন (Qualcomm Snapdragon 7 Gen 1 SoC Specifications)
কোয়ালকম জানিয়েছে যে, নতুন ৭ সিরিজের নতুন চিপসেটে স্ন্যাপড্রাগন এলিট গেমিং ফিচার সাপোর্ট করে। যেমন, এতে ফ্রেম রেট দ্বিগুণ করা এবং একই শক্তি খরচ বজায় রাখার জন্য অ্যাড্রেনো ফ্রেম মোশন ইঞ্জিন রয়েছে। এই চিপসেটের পিক ক্লক স্পিড ২.৪ গিগাহার্টজ। এছাড়াও এর নতুন উন্নত জিপিএউ ২০ শতাংশ দ্রুত গ্রাফিক্স রেন্ডারিং অফার করে। সংস্থার দাবি, নতুন স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসরে কোয়ালকম স্পেকট্রা (Qualcomm Spectra) ট্রিপল আইএসপি সাপোর্ট করে, যার মাধ্যমে ব্যবহারকারীরা তিনটি ক্যামেরা থেকে একই সাথে শুট করতে বা ২০০ মেগাপিক্সেলের ছবি ক্লিক করতে পারবেন।
Qualcomm Snapdragon 7 Gen 1 ৫জি কানেক্টিভিটি সাপোর্ট করে এবং এতে চতুর্থ প্রজন্মের এক্স৬২ (X62) মডেম রয়েছে। ওপ্পো, শাওমি এবং অনর-এর মতো কোম্পানিগুলি ইতিমধ্যেই এই নতুন মোবাইল প্ল্যাটফর্ম সহ নতুন স্মার্টফোন লঞ্চ করার বিষয়টি নিশ্চিত করেছে।