চমৎকার সরু ডিসপ্লেতে মজবেন আপনিও, সেরা ফিচার নিয়ে Realme 10 সিরিজের লঞ্চ 17 নভেম্বর
দীর্ঘদিনের জল্পনার পর প্রখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি নিশ্চিত করেছে যে, তারা হোম মার্কেট চীনে আগামী ১৭ নভেম্বর তাদের বহু প্রতীক্ষিত Realme 10 সিরিজের স্মার্টফোনগুলির ওপর থেকে পর্দা সরাবে। এই লাইনআপে তিনটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে- Realme 10, Realme 10 Pro এবং Realme 10 Pro+। এই ডিভাইসগুলি ইতিমধ্যেই টেনা (TENAA) এবং ৩সি (3C)-এর মতো চীনা সার্টিফিকেশন ওয়েবসাইটগুলি থেকে অনুমোদন লাভ করেছে ৷ আসন্ন লঞ্চের আগে, রিয়েলমি বর্তমানে সিরিজটির জন্য প্রোমোশনাল টিজার প্রকাশ করতেও শুরু করেছে। আর এখন কোম্পানি আপকামিং লাইনআপের টপ-এন্ড Realme 10 Pro+ এর চমৎকার ডিসপ্লেটি টিজ করেছে। এর পাশাপাশি, Realme 10 Pro এবং 10 Pro+ মডেল দুটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটেও স্পট করে গেছে। চলুন তাহলে ডিভাইসগুলি সম্পর্কে কি কি তথ্য উঠে এল, তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
প্রকাশ্য এল Realme 10 Pro+-এর ডিসপ্লে স্পেসিফিকেশন
রিয়েলমি সম্প্রতি তাদের ১০ প্রো প্লাস ফোনটির একটি টিজার প্রকাশ করেছে, যা এই হ্যান্ডসেটটির ডিসপ্লে সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে। জানা যাচ্ছে, এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত কার্ভড এজ ওলেড (OLED) ডিসপ্লে থাকবে। এই স্ক্রিনটির ওপরের মধ্যবর্তী স্থানে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউটও অবস্থান করবে। এছাড়াও, ডিসপ্লেটির প্রান্তে ৬১ ডিগ্রি বক্রতা রয়েছে, যা এটিকে একটি দারুন স্টাইলিশ লুক দেবে। রিয়েলমি ১০ প্রো প্লাসের তথাকথিত "সিওপি আল্ট্রা প্যাকেজিং প্রক্রিয়া"-এর জন্য হ্যান্ডসেটটিতে ২.৩৩ মিলিমিটারের একটি সুপার-স্লিম চিন দেখা যাবে।
প্রসঙ্গত, টিজার ইমেজটিতে রিয়েলমি ১০ প্রো প্লাসের ডান পার্শ্ব এবং নীচের অংশটি প্রদর্শন করা হয়েছে ৷ টিজার অনুযায়ী, স্মার্টফোনটির ডান দিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটনটি উপস্থিত থাকবে, আর এর নীচে একটি সিম স্লট, একটি মাইক্রোফোন, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল অবস্থান করবে৷
Realme 10 Pro এবং 10 Pro+-কে দেখা গেল Geekbench ডেটাবেসে
ন্যাশভিল চ্যাটার ক্লাস এর রিপোর্ট অনুযায়ী, Realme 10 Pro এবং 10 Pro+ ফোন দুটি যথাক্রমে RMX3663 এবং RMX3687 মডেল নম্বর সহ গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হয়েছে। সাইটের তালিকায় উল্লেখিত দুই ডিভাইসের সিপিইউ এবং জিপিইউ কনফিগারেশনগুলি দেখে অনুমান করা হচ্ছে যে, Realme 10 Pro স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট এবং Realme 10 Pro+ ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর দ্বারা চালিত হবে।
আবার, দুটি ডিভাইসই অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে বলে জানা গেছে। Realme 10 Pro-এ ৮ জিবি র্যাম মিলবে, যেখানে Pro+ মডেলটি ১২ জিবি র্যামের সাথে আসবে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, Realme 10 সিরিজের Pro মডেলটি গিকবেঞ্চ ৫ (Geekbench 5)-এর সিঙ্গেল-কোর টেস্টে ৬৯১ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ২০২৬ পয়েন্ট স্কোর করেছে। আর Pro+ মডেলটি সিঙ্গেল-কোর টেস্টে ৮৪৫ পয়েন্ট এবং মাল্টি-কোর পরীক্ষায় ২,৩৭৮ পয়েন্ট অর্জন করেছে।
জানিয়ে রাখি, Realme 10 Pro+ সম্প্রতি চীনের টেনা (TENAA) কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হয়েছে। সার্টিফিকেশন সাইটের তালিকাটি প্রকাশ করেছে যে, এই নয়া রিয়েলমি ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন, ১০ বিট কালার এবং একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে। তবে, রিয়েলমির তরফ থেকে এখনও Realme 10 Pro+-এর অন্যান্য স্পেসিফিকেশনগুলি নিশ্চিত করা হয়নি। শোনা যাচ্ছে যে, এটি একটি ডাইমেনসিটি ১০৮০ চিপসেট, সর্বাধিক ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ অফার করবে।
এছাড়া, ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেমে রান করবে। ফটোগ্রাফির জন্য, Realme 10 Pro+-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে ৮ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের দুটি সেন্সর যুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। আর ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Realme 10 Pro+ এ ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, স্ট্যান্ডার্ড Realme 10 5G-ও সাম্প্রতিক অতীতে টেনা সার্টিফিকেশন ডেটাবেসে উপস্থিত হয়েছে। ডিভাইসটি ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ এলসিডি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ১০৮ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে বলে আশা করা হচ্ছে।