Realme 10 Pro+ দারুণ ক্যামেরা ও ডিসপ্লে-সহ 17 নভেম্বর লঞ্চ হবে, তার আগেই উঠে এল নয়া তথ্য
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি (Realme) আগামী ১৭ই নভেম্বর হোম মার্কেট চীনে Realme 10 Pro+ হ্যান্ডসেটটি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই স্মার্টফোনটির বেশিরভাগ স্পেসিফিকেশনই টিজার এবং লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। হাই-এন্ড Realme 10 Pro+ MediaTek Dimensity 1080 চিপসেট, ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং কার্ভড ডিসপ্লের সাথে আসবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে৷ আর এখন একটি নতুন রিপোর্টে বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম আনটুটু (AnTuTu)-এর তালিকার মাধ্যমে স্মার্টফোনের কার্যক্ষমতা প্রকাশ করেছে৷ চলুন এসম্পর্কে জেনে নেওয়া যাক।
প্রকাশ্যে এল Realme 10 Pro+-এর Antutu স্কোর
গ্যাজেটসগ্যাংয়ের একটি নতুন রিপোর্টের মাধ্যমে, রিয়েলমি ১০ প্রো প্লাস-এর আনটুটু স্কোর প্রকাশ্যে এসেছে। এই বেঞ্চমার্ক তালিকাটি প্রকাশ করেছে যে, ডিভাইসটির প্রসেসরটি সামগ্রিকভাবে ৫,২৯,৪২০ পয়েন্ট স্কোর করেছে। তুলনমূলকভাবে, এর পূর্বসূরি রিয়েলমি ৯ প্রো প্লাস-এ আনটুটু-তে গড়ে প্রায় ৫,০৫,০০০ পয়েন্ট স্কোর করেছিল। উভয় মডেলের জিপিইউ স্কোর বেশিরভাগই একই রয়ে গেছে, যেখানে সিপিইউ স্কোর প্রায় ৬,০০০ পয়েন্টের সামান্য বেশি বৃদ্ধি পেয়েছে।
তাই আনটুটু স্কোরের ওপর ভিত্তি করে বলা যায়, সম্ভবত এই ডিভাইসটি থেকে আগের প্রজন্মের মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ চালিত ৯ প্রো প্লাস-এর মতোই পারফরম্যান্স পাওয়া যাবে। তবে, চিপসেটই একমাত্র জিনিস নয় যা ফোনকে আকর্ষণীয় করে তোলে। আর রিয়েলমি বরাবরই আপগ্রেড করা ক্যামেরা এবং নতুন ডিসপ্লের সাথে তাদের নম্বর সিরিজে একটি শক্তিশালী প্রজন্মগত উন্নতি দেখিয়েছে। যদিও, এখনও ডিভাইসটির দাম সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি।
রিয়েলমি ১০ প্রো প্লাসের সম্ভাব্য স্পেসিফিকেশন - Realme 10 Pro+ Expected Specifications
Realme 10 Pro+ এ ৯০ হার্টজ বা ১২০ হার্টজের উচ্চ রিফ্রেশ রেট এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ কার্ভড স্ক্রিন থাকবে বলে জানা গেছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর দ্বারা চালিত হবে, যা ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজের সাথে যুক্ত থাকবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই (Realme UI) কাস্টম স্কিনে রান করবে।
ফটোগ্রাফির জন্য, Realme 10 Pro+-এর ব্যাক প্যানেলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সিস্টেম অবস্থান করবে। আর ফোনটির সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, 10 Pro+ 5G মডেলটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে বলে মনে করা হচ্ছে।