Realme 11 5G এবার তুখোড় ফিচার সহ বিশ্ব বাজারে এন্ট্রি নিচ্ছে, পেল TDRA থেকে ছাড়পত্র

By :  SUPARNA
Update: 2023-07-17 09:23 GMT

গত ১০ই মে Realme তাদের হোম-মার্কেটে Realme 11 স্মার্টফোন সিরিজ লঞ্চ করেছিল। আলোচ্য লাইনআপের অধীনে মোট তিনটি মডেল আত্মপ্রকাশ করবে, যথা - Realme 11, 11 Pro, এবং 11 Pro+। যার মধ্যে 'Pro' এবং 'Pro+' মডেল-দ্বয় কয়েকদিনের পার্থক্যে ভারত সহ বিভিন্ন আন্তর্জাতিক মার্কেটে মুক্তি পায়। আর এখন মনে হচ্ছে, সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ Realme 11 5G -ও খুবই শীঘ্র বিশ্বব্যাপী উপলব্ধ হবে। এমনটা বলার কারণ, আলোচ্য হ্যান্ডসেটকে হালফিলে 'টেলিকমিউনিকেশনস অ্যান্ড ডিজিটাল গভর্নমেন্ট রেগুলেটরি অথরিটি' ওরফে TDRA সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হতে দেখা গেছে।

Realme 11 5G স্মার্টফোনকে দেখা গেল TDRA সার্টিফিকেশন সাইটে

রিয়েলমি ১১ ৫জি স্মার্টফোনকে সম্প্রতি RMX3780 মডেল নম্বরের সাথে TDRA সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হতে দেখা গেছে, যা নিশ্চিত করছে যে, আলোচ্য মডেলকে আগামী কিছু দিনের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে (UAE) লঞ্চ করা হবে। যদিও মডেল নম্বর এবং লঞ্চের অঞ্চল সম্পর্কিত তথ্য ব্যতীত উক্ত সাইটের লিস্টিংয়ে এই ৫জি-স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে আর কিছু উল্লেখ নেই। তবে যেহেতু রিয়েলমি ১১ ৫জি স্মার্টফোনকে ইতিমধ্যেই চীনে ঘোষণা করা হয়েছে, সেহেতু এর ফিচার আমাদের অজানা নয়। চলুন ডিভাইসটির ফিচার প্রসঙ্গে জেনে নেওয়া যাক।

Realme 11 5G এর স্পেসিফিকেশন

রিয়েলমি ১১ ৫জি স্মার্টফোনে ৬.৪৩-ইঞ্চির (১০৮০x২৪০০ পিক্সেল) sAMOLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ, পিক ব্রাইটনেস ১০০০ নিট এবং এসপেক্ট রেশিও ২০:৯। ডিভাইসটি ৭এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ চিপসেট সহ এসেছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। আলোচ্য মডেলেটি ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ অফার করে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি প্রসারিত করা সম্ভব।

ক্যামেরা বিভাগের ক্ষেত্রে, Realme 11 5G স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ শুটার, যা বোকেহ এফেক্ট ক্যাপচারে সাহায্য করবে। আর ডিভাইসের সামনে এফ/২.১ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, আলোচ্য মডেলটি - লাউডস্পিকার, একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং নিরাপত্তার জন্য আন্ডার-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ওয়্যারড চার্জিং সমর্থন করে। এটিকে চীনে ব্ল্যাক এবং অরেঞ্জ কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়।

Tags:    

Similar News