আজ সেল শুরু 108MP ক্যামেরা, 16 জিবি র্যাম ও 67W চার্জিংয়ের Realme ফোনের, দাম 18 হাজার টাকার কম
গত ২৩শে আগস্ট Realme ভারতে তাদের একটি লেটেস্ট 5G হ্যান্ডসেট উন্মোচন করে। এই ফোনটির নাম Realme 11 5G। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ২৯শে আগস্ট ই-কমার্স সাইট Flipkart -এর মাধ্যমে এটি প্রথমবার ওপেন সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। সর্বোপরি ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট ও ইএমআই বিকল্পের লাভ ওঠাতে পারলে এই ফোনকে বেশ কয়েক হাজার টাকা সাশ্রয় করে পকেটস্থ করা যাবে। বিশেষত্ব হিসাবে Realme 11 5G স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত FHD+ ডিসপ্লে প্যানেল, MediaTek Dimensity 6100+ প্রসেসর, ১০৮-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার শুটার, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। এছাড়া ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত ডায়নামিক র্যাম এক্সপেনশন (DRE) ফিচারও সাপোর্ট করে।
ভারতে Realme 11 5G এর দাম ও সেল অফার
ভারতের বাজারে রিয়েলমি ১১ ৫জি স্মার্টফোনকে মোট দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। আর উচ্চতর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনকে পাওয়া যাবে ১৯,৯৯৯ টাকায়। এটি - গ্লোরি গোল্ড এবং গ্লোরি ব্ল্যাক কালার বিকল্পে এসেছে।
সেল অফারের কথা বললে, নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করার ক্ষেত্রে ক্রেতারা ১,৫০০ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। তারপর আলোচ্য হ্যান্ডসেটের বেস মডেলটির দাম করে ১৭,৪৯৯ টাকা হয়ে যাবে। আর Flipkart Axis Bank -এর কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ৫% ক্যাশব্যাকের সুবিধা মিলবে। আবার কিস্তিতে টাকা শোধ করতে ইচ্ছুক ব্যক্তিরা, মাসিক ৬৬৮ টাকার প্রাথমিক ইএমআই প্রদান করেও ফোনটিকে বাড়ি নিয়ে আসতে পারবেন। এছাড়া পুরোনো মোবাইল আপগ্রেড করে এই নয়া রিয়েলমি স্মার্টফোনটি কিনলে ১৮,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস উপলব্ধ থাকছে।
Realme 11 5G এর স্পেসিফিকেশন
ডুয়াল সিমের (ন্যানো) রিয়েলমি ১১ ৫জি স্মার্টফোনের সামনে ৬.৭২-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) Samsung AMOLED ডিসপ্লে দেখা যাবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সমর্থন করে। ডিভাইসটির ব্যাক প্যানেলে বিদ্যমান থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৭৫ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেল Samsung ISOCELL HM6 প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। এদিকে সেলফি এবং ভিডিও চ্যাটিংয়ের জন্য রয়েছে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ভালো পারফরম্যান্স প্রদানের জন্য আলোচ্য ফোনে ৬এনএম প্রসেসিং যদি ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিনে রান করে। স্টোরেজ হিসাবে, ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত রম মিলবে। যদিও এই হ্যান্ডসেট ৮ জিবি পর্যন্ত ডায়নামিক র্যাম এক্সপেনশন (DRE) ফিচার সাপোর্ট করায়, ইউজাররা মোট ১৬ জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন। এছাড়া মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর স্টোরেজ ক্যাপাসিটি ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।
রিয়েলমির ব্র্যান্ডিংয়ের এই স্মার্টফোনে সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল থাকছে - ডুয়াল সিম স্লট, ডুয়াল স্ট্যান্ডবাই ৫জি কানেক্টিভিটি, ৪জি এলটিই, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, জিপিএস, এ-জিপিএস, এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট৷ Realme 11 5G স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৭ ওয়াট সুপারভুক চার্জিং সমর্থন করে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি মাত্র ১৭ মিনিটে ডিভাইসকে ৫০% পর্যন্ত চার্জ করতে সক্ষম।