কম সময়ের মধ্যে ফুল চার্জ হবে সস্তা Realme 11 5G ফোন, কত ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসছে জেনে নিন
Realme ইতিমধ্যেই তাদের আসন্ন স্মার্টফোন সিরিজ Realme 11 -এর লঞ্চের তারিখ ঘোষণা করেছে। আগামী ১০ই মে এই নয়া সিরিজ বাজারে আসবে। এই লাইনআপে মোট তিনটি ডিভাইস অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে, যথা - Realme 11, Realme 11 Pro এবং টপ-এন্ড Realme 11 Pro+। ইতিমধ্যেই এই তিনটি মডেলকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে উপস্থিত হতে দেখা গেছে। আজ আবার উক্ত সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ Realme 11 'কম্পালসারি সার্টিফিকেশন অফ চীন' (3C বা CCC) সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেল। এখান থেকে আলোচ্য ডিভাইসটির চার্জিং ক্যাপাসিটি সংক্রান্ত তথ্য সামনে এসেছে।
3C সার্টিফিকেশন সাইটে দেখা গেল Realme 11 5G স্মার্টফোনকে
3C সার্টিফিকেশন সাইটের লিস্টিং অনুযায়ী, রিয়েলমি ১১ ৫জি স্মার্টফোনের মডেল নম্বর RMX3751। আর ফিচারের কথা বললে, এই আসন্ন ডিভাইসটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট অফার করবে। আর নাম অনুসারে এটি একটি ৫জি-এনাবল হ্যান্ডসেট হবে।
প্রসঙ্গত রিয়েলমি ১১ ফোনকে হালফিলে TENAA সার্টিফিকেশন সাইটেও খুঁজে পাওয়া গিয়েছিল। যেখানে এর ডিজাইন সম্পর্কিত বিবরণ উল্লেখ করা হয়েছে। এছাড়া পূর্ববর্তী কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, সিরিজের ভ্যানিলা মডেলটি ৬.৪-ইঞ্চির AMOLED ডিসপ্লে সহ আসবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর থাকবে। এই ফোনে - ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। রিয়েলমি ১১ ৫জি -এর অন্যান্য স্পেসিফিকেশন যেমন - সেলফি ক্যামেরার রেজোলিউশন, ব্যাটারি ক্যাপাসিটি, র্যাম বা স্টোরেজ কনফিগারেশন সম্পর্কিত তথ্যও এখনো অজানা।
এই সিরিজের অপর একটি মডেল Realme 11 Pro -এরও বেশ কয়েকটি সম্ভাব্য ফিচার ফাঁস হয়েছে। জানা গেছে এটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপের সাথে আসবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন অফার করতে পারে।
অন্যদিকে সিরিজের উচ্চতর মডেল Realme 11 Pro+ -তে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা বিদ্যমান থাকবে। সহায়ক ক্যামেরাগুলি - ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স এবং ২ মেগাপিক্সেল সেন্সর হতে পারে৷ এছাড়া ডিভাইসটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থন করবে বলেও আশা করা হচ্ছে।
রিয়েলমি ১১ প্রো এবং রিয়েলমি ১১ প্রো+ উভয় মডেলই ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং হাই রিফ্রেশ রেট সমর্থিত ৬.৭-ইঞ্চির AMOLED ডিসপ্লে অফার করতে পারে। দুটি ডিভাইসেই সম্ভবত ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে। আর সফ্টওয়্যার বিভাগের ক্ষেত্রে, আসন্ন Realme 11 সিরিজের তিনটি ডিভাইসই হয়তো লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক সংস্থার নিজস্ব রিয়েলমি ইউআই (Realme UI) কাস্টম ওএস দ্বারা চালিত হবে।