ডিজাইনে প্রিমিয়াম ফোনকেও হার মানাবে, Realme 11 Pro+ ফ্ল্যাগশিপ কিলার হিসেবে বাজারে আসছে
Realme-এর গত দুই প্রজন্মের নম্বর সিরিজের স্মার্টফোন পারফরম্যান্স, ক্যামেরা ও স্টাইলিস ডিজাইনের জন্য ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আশা করা যায় আসন্ন Realme 11 সিরিজ সেই জনপ্রিয়তা ধরে রাখবে। আপাতত জানা গেছে, এই সিরিজ আপগ্রেড ক্যামেরা ও নতুন ডাইমেনসিটি ৭০০০ সিরিজের প্রসেসর সহ আসবে।আজ আবার Realme 11 Pro+ ফোনের ছবি ফাঁস হয়েছে, যেখান থেকে এর ডিজাইন সহ কালার অপশন সম্পর্কে ধারণা পেয়েছি আমরা।
Realme 11 Pro+-এর লাইভ ইমেজ ফাঁস
সদ্য ফাঁস হওয়া Realme 11 Pro+ এর ছবি দেখে পরিষ্কার যে এটি প্রিমিয়াম ডিজাইন অফার করবে। সম্প্রতি চীনের মাইক্রো ব্লগিং সাইট উইবোতে ছবিগুলি শেয়ার করা হয়েছিল। ছবিতে ফোনটিকে হোয়াইট ও গোল্ড কালার সহ দেখা গেছে। আর Realme 11 Pro+ এর ক্যামেরা মডিউলও রিডিজাইন করা হয়েছে, যারপর দেখতে অনেকটাই Huawei Mate 40 Pro -এর মতো লাগছে। এছাড়া ফোনটি কার্ভড এজ ডিসপ্লে ডিজাইন অফার করবে।
রিয়েলমি ১১ প্রো প্লাস এর স্পেসিফিকেশন
জানা গেছে রিয়েলমি ১১ প্রো প্লাস ফোনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে ডাইমেনসিটি ৭০০০ সিরিজের প্রসেসর। এটি ১৬ জিবি পর্যন্ত র্যাম ও ১টিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।
রিয়েলমি ১১ প্রো প্লাস সম্ভবত ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর এর ক্যামেরা একাধিক মোড অফার করবে, যারমধ্যে একটি মুন ফটোগ্রাফি। আশা করা হচ্ছে এই ফোনটি রিয়েলমি ১১ ও রিয়েলমি ১১ প্রো এর সাথে লঞ্চ হবে।