200MP ক্যামেরা ও দুর্ধর্ষ ডিজাইন যুক্ত Realme 11 Pro সিরিজের দাম কত হবে? ফাঁস করল রিপোর্ট

Update: 2023-06-05 13:03 GMT

Realme 11 Pro সিরিজ শোরগোল ফেলে গত মাসে চীনে লঞ্চ হয়েছে। এই সিরিজে অন্তর্ভুক্ত Realme 11 Pro 5G এবং Realme 11 Pro+ 5G আগামী ৮ জুন ভারতে আসছে এবং স্মার্টফোনগুলি খুব শীঘ্রই অন্যান্য দেশেও লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার আগেই Realme 11 Pro সিরিজের দাম ফাঁস হয়ে গিয়েছে।

Realme 11 Pro সিরিজের দাম ও মেমরি অপশন ফাঁস

টিপস্টার সুধাংশু আম্ভোরে টুইটারে রিয়েলমি ১১ প্রো এবং ১১ প্রো প্লাস-এর গ্লোবাল মডেলের মূল্য এবং কনফিগারেশন সম্পর্কে বিশদ তথ্য শেয়ার করেছেন। টিপস্টারের মতে, রিয়েলমি ১১ প্রো ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের সাথে বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করবে। এগুলি যথাক্রমে ২৮৯ ডলার (প্রায় ২৩,৯০০ টাকা) এবং ৩০৯ ডলার (প্রায় ২৫,৫৫০ টাকা) মূল্যে পাওয়া যাবে।

অন্যদিকে, রিয়েলমি ১১ প্রো প্লাস-এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে, যেগুলির দাম যথাক্রমে ৩২৯ ডলার (প্রায় ২৭,২০০ টাকা) এবং ৩৬৯ ডলার (প্রায় ৩০,৫০০ টাকা) হবে। তবে মার্কিন ডলারে মূল্য প্রকাশ হলেও ডিভাইসগুলি আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হবে না। সম্ভবত অ্যামাজন এবং অন্যান্য খুচরো বিক্রেতারা সম্ভবত আমেরিকার আগ্রহী গ্রাহকদের জন্য গ্লোবাল মডেল বিক্রি করবে।

Realme 11 Pro সিরিজের স্পেসিফিকেশন

Realme 11 Pro এবং Realme 11 Pro+ এর গ্লোবাল মডেলগুলি চীনা সংস্করণের মতোই স্পেসিফিকেশন অফার করবে বলে আশা করা হচ্ছে। স্মার্টফোনগুলিতে ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে উপস্থিত রয়েছে। মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭০৫০ চিপসেট দ্বারা চালিত প্রতিটি মডেল।

ভারতীয় বাজারে, Realme 11 Pro ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজের মতো বিভিন্ন কনফিগারেশনে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে Realme 11 Pro+ ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ একাধিক ভ্যারিয়েন্টে আসবে বলে অনুমান করা হচ্ছে। দুটি ডিভাইসই অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) ইউজার ইন্টারফেসে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Realme 11 Pro-তে ১০০ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যায়। বিপরীতে, Realme 11 Pro+ এর রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনটির সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Realme 11 Pro এবং Realme 11 Pro+ স্মার্টফোন দুটিই ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। প্রো ভ্যারিয়েন্টটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে, Pro+ মডেলটি তার ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ আরও দ্রুত চার্জিং ক্ষমতা প্রদান করে। এছাড়াও, উভয় ডিভাইসে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে।

Tags:    

Similar News