Realme 11 এর লঞ্চ কনফার্মড! Pro ও Pro+ মডেলের পর এবার স্ট্যান্ডার্ড ভার্সন সম্পর্কে তথ্য

Update: 2023-04-08 05:30 GMT

GT Neo সিরিজের অধীনে GT Neo 5 এবং Neo 5 SE লঞ্চের পর এবার Realme 11 সিরিজ বাজারে আনার জন্য জোরকদমে কাজ করছে রিয়েলমি। জানা গিয়েছে এই সিরিজে Pro, Pro+ সহ একাধিক মডেল থাকবে। এতদিন Realme 11 এর স্ট্যান্ডার্ড ভার্সনের কোনও তথ্য অফিশিয়ালি সামনে না এলেও, এখন টিকেডিএন সার্টিফিকেশন ওয়েবসাইটে একটি নতুন মোবাইল ফোনকে দেখা গেছে, যা Realme 11 বলে মনে করা হচ্ছে।

Realme 11-এর সিরিজের ফোন পেল TKDN- এর অনুমোদন

RMX3760 মডেল নম্বর সহ একটি রিয়েলমি স্মার্টফোন ইন্দোনেশিয়ার টিকেডিএন (TKDN) ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে৷ বড় কোনও তথ্য প্রকাশ না হলেও, সেখানে থাকা মডেল নম্বরটি ইঙ্গিত দেয় যে, এটি রিয়েলমি ১১ সিরিজের হ্যান্ডসেট হতে পারে, খুব সম্ভবত স্ট্যান্ডার্ড রিয়েলমি ১১। এটি প্রো মডেল হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণা ইতিমধ্যেই জানা গেছে যে, রিয়েলমি ১১ প্রো বা প্রো প্লাস যথাক্রমে RMX3770 এবং RMX3740 মডেল নম্বরগুলি বহন করে।

জানিয়ে রাখি, রিয়েলমি ১১ সম্পর্কে কোনও তথ্য এখনও সামনে না এলেও, চীনা সার্টিফিকেশন সাইট, টেনা (TENAA)-র লিস্টিং প্রকাশ করেছে যে, রিয়েলমি ১১ প্রো-এ ৬.৭ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যা ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত অভ্যন্তরীণ স্টোরেজের সাথে যুক্ত থাকবে।

ফটোগ্রাফির জন্য, রিয়েলমি ১১ প্রো-তে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ একটি ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে। আর ফোনের সামনে সম্ভবত একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হতে পারে।

বলা বাহুল্য, দাম অপেক্ষাকৃত কম হওয়ার কারণে স্ট্যান্ডার্ড Realme 11 মডেলটি এই ধরনের হাই-এন্ড স্পেসিফিকেশন অফার করবে না। রিয়েলমি সম্ভবত এটিকে একটি ব্যালেন্সড স্মার্টফোন হিসাবে উপস্থাপন করবে। তবে, এতে অন্য দুই মডেলের মতো একই রকমের ডিসপ্লে থাকতে পারে।

Tags:    

Similar News