Realme 12 5G আগামী মাসেই Realme 12+ 5G এর সাথে ভারতে লঞ্চ হচ্ছে, পেল BIS থেকে ছাড়পত্র

By :  techgup
Update: 2024-02-28 08:41 GMT

Realme 12 5G শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। কারণ সম্প্রতি এই ফোনকে RMX3999 মডেল নম্বরের সাথে BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এর আগে ডিভাইসটি মালয়েশিয়ার SIRIM সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছিল। মনে করা হচ্ছে, Realme 12+ 5G এর সাথে Realme 12 5G আগামী ৬ মার্চ লঞ্চ হবে। আসুন এই ফোন সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Realme 12 5G ফোন সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে

রিপোর্ট থেকে জানা যায় যে রিয়েলমি ১২ ৫জি ফোনে ৬.৭২-ইঞ্চি আইপিএস এলসিডি স্ক্রিন থাকবে, ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত করা হবে।

আবার রিয়েলমি ১২ ৫জি ডিভাইসটি ডাইমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট দ্বারা চালিত বলে, যা স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা দ্রুত চার্জ হওয়ার জন্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।

যদিও ক্যামেরা সেটআপ সম্পর্কে নির্দিষ্ট তথ্য এখনও জানা যায়নি। তবেয়এফসিসি সার্টিফিকেশন সাইট থেকে সামনে এসেছিল যে Realme 12 5G মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। আর ফোনটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫ কাস্টম স্কিনে চলবে।

Tags:    

Similar News