64 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরার অনবদ্য ফোন আনল Realme, ফিচার্স দেখার মতো
রিয়েলমি তাদের নম্বরের সিরিজের অত্যাধুনিক ফোনগুলি বিভিন্ন দেশে লঞ্চ করতে শুরু করেছে। গত মাসে Realme 12 Pro সিরিজ ভারতে এসেছে। এবার পূর্ব ঘোষণা মতোই ব্র্যান্ডটি ইন্দোনেশিয়াতে Realme 12+ 5G এবং Realme 12 Pro+ 5G রিলিজ করেছে। যদিও Realme 12 Pro+ 5G আগেই ভারতে উপলব্ধ, Realme 12+ 5G মডেলটি এই প্রথম সামনে এল। চলুন টপ-এন্ড Realme 12 Pro+ 5G-এর দাম এবং সকল স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।
Realme 12 Pro+ 5G-এর স্পেসিফিকেশন
রিয়েলমি ১২ প্রো প্লাস-এ ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর রয়েছে। নিরাপত্তার জন্য, রিয়েলমি ১২ প্রো প্লাস-এ আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫ (Realme UI 5) কাস্টম স্কিনে চলে। ডিভাইসটি দুটি অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং তিন বছরের সিকিউরিটি আপডেট পাবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ক্যামেরার ক্ষেত্রে, রিয়েলমি ১২ প্রো প্লাস-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩x অপটিক্যাল জুম সহ ওআইএস-সহায়ক ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা বিদ্যমান। আর ফোনের সামনে সেলফির জন্য একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেন্সর অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, রিয়েলমি ১২ প্রো প্লাস-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Realme 12 Pro+ 5G-এর মূল্য এবং লভ্যতা
ইন্দোনেশিয়াতে Realme 12 Pro+ 5G দুটি স্টোরেজ অফার করে। ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির মূল্য ৫৫,৯৯,০০০ রুপিয়াহ (প্রায় ২৯,৫৫০ টাকা), আর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলটি ৬৫,৯৯,০০০ রুপিয়াহ (প্রায় ৩৪,৮৩৫ টাকা)-এ পাওয়া যাবে। Realme 12 Pro+ 5G-এর ফ্ল্যাশ সেল আগামী ৩ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবং এর ওপেন সেল চালু হবে আগামী ৮ মার্চ থেকে। ভারতের ফোনটির দাম ২৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে।