বাজার কাঁপাতে কম দামে হাই-কোয়ালিটি ক্যামেরা ফোন লঞ্চ করতে চলেছে Realme

By :  techgup
Update: 2023-09-28 04:27 GMT

এই বছর লঞ্চ হতে চলা রিয়েলমির দুই নয়া স্মার্টফোনে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে বলে জল্পনা চলছে। সংবাদের শিরোনামে থাকা ওই ফোন দুটি হল Realme GT 5 Pro এবং Realme 12 Pro+। প্রথমটি Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট সহ একটি ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে।। সেখানে Realme 12 Pro+ একটি মিড-রেঞ্জ ডিভাইস হিসেবে আসবে। এবার রিয়েলমি আপকামিং একটি ফোনের ছবি ফাঁস হয়েছে, যা উপরের দুই স্মার্টফোনের একটি বলেই মনে করা হচ্ছে। এছাড়াও Realme 12 Pro+ এর সম্ভাব্য দামও প্রকাশ্যে এসেছে।

সামনে এল Realme 12 Pro+ এর রেন্ডার

চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবো থেকে রিয়েলমি ফোনটির কনসেপ্ট রেন্ডার প্রকাশ হয়েছে। যা এতে বড় বৃত্তাকার ক্যামেরা আইল্যান্ডের উপস্থিতি দেখিয়েছে। এর ভিতরে একটি এলইডি ফ্ল্যাশ, দুটি সেন্সর ও একটি আয়তক্ষেত্রাকার পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। এটি রিয়েলমি জিটি ৫ প্রো-এর ডিজাইন বলে দাবি করা হয়েছে। তবে, যেহেতু ডিজাইনটি রিয়েলমি ১১ ৫জি এবং রিয়েলমি ১১এক্স ৫জি-তে উপলব্ধ গোল ক্যামেরা মডিউলের সাথে সাদৃশ্যপূর্ণ, তাই অনুমান করা হচ্ছে যে ছবিটি রিয়েলমি ১২ প্রো প্লাস-এর হতে পারে।

ফাঁস হল Realme 12 Pro+এর দাম

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন-ও ওয়েইবো পোস্ট মারফত দাবি করেছেন যে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট দ্বারা চালিত রিয়েলমি জিটি ৫ প্রো ফোনটিতে একটি উচ্চ-মানের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে।

এর পাশাপাশি তিনি আরও দাবি করেছেন যে, রিয়েলমি ২,০০০ ইউয়ান (প্রায় ২২,৯০০ টাকা) দামের রেঞ্জের মধ্যে পেরিস্কোপ লেন্স সহ আরেকটি ফোনও লঞ্চ করবে৷ জানিয়ে রাখি, বিদ্যমান Realme 11 Pro+ ফোনটির ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সমন্বিত বেস মডেলটির দাম ২,০৯৯ ইউয়ান (প্রায় ২৪,০০০ টাকা)। তাই মনে করা হচ্ছে যে, টিপস্টার পোস্টে সম্ভবত Realme 12 Pro+ এর কথাই বলতে চেয়েছেন।

Tags:    

Similar News