ডিজাইন-ফিচার্সে বাজার মাতাবে, পেরিস্কোপ ক্যামেরার সঙ্গে আগমন ঘটতে পারে Realme 12 Pro+ এর

Update: 2023-09-26 17:03 GMT

রিয়েলমি (Realme) সম্প্রতি পেরিস্কোপ লেন্স সহ তাদের আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের আগমন নিয়ে টিজার প্রকাশ করতে শুরু করেছে। টিজারগুলি ইঙ্গিত দিয়েছে যে, চীনা ব্র্যান্ডটি শীঘ্রই একটি পেরিস্কোপ লেন্স সহ Realme GT 5 Pro হ্যান্ডসেটটি উন্মোচন করবে। এখন এক সুপরিচিত টিপস্টার দাবি করেছেন যে, রিয়েলমি পেরিস্কোপ লেন্স সহ একটি মিড-রেঞ্জ স্মার্টফোনের ওপরও কাজ করছে, যা Realme 12 Pro+ নামের সাথে আত্মপ্রকাশ করবে। তিনি এই মিড-রেঞ্জ ডিভাইসের লঞ্চের বিষয়ে আরও বিবরণ শেয়ার করেছেন। এই নয়া রিয়েলমি ফোনটির সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

Realme 12 Pro+ এ ব্যবহৃত হবে পেরিস্কোপ লেন্স

প্রথমেই জানাই, রিয়েলমি জিটি ৫ প্রো স্মার্টফোনটি চীনে লঞ্চ হওয়া রিয়েলমি জিটি ৫ স্মার্টফোনের উত্তরসূরি হবে। স্ট্যান্ডার্ড জিটি ৫ ফোনটি গ্লোবাল মার্কেটে ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত প্রথম ব্যাপকভাবে উৎপাদিত ডিভাইস হিসেবে লঞ্চ হবে। রিয়েলমি এবছরের চতুর্থ ত্রৈমাসিকের শেষের দিকে ডিভাইসটি লঞ্চ করবে বলে জানা গেছে।

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন নিশ্চিত করেছেন যে, রিয়েলমি ১২ প্রো প্লাস স্মার্টফোনটি এ বছর মার্চ মাসে আত্মপ্রকাশ করা ওপ্পো ফাইন্ড এক্স৬-এর মতো ক্যামেরা মডিউল দ্বারা সজ্জিত হবে। অর্থাৎ, রিয়েলমির আসন্ন মিড-রেঞ্জ ডিভাইসটিতে ট্রিপল ক্যামেরা মডিউল থাকবে, যার মধ্যে একটি পেরিস্কোপ লেন্স অবস্থান করবে।

টিপস্টার জানিয়েছেন যে, ডিভাইসটি জনসাধারণকে আকৃষ্ট করার জন্য একটি আকষর্ণীয় ডিজাইন এবং স্পেসিফিকেশন অফার করবে। যদিও, তিনি আসন্ন মিড-রেঞ্জ রিয়েলমি স্মার্টফোনের নাম স্পষ্টভাবে প্রকাশ করেননি। তবে তার ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্ট ইঙ্গিত করেছে যে, ডিভাইসটি রিয়েলমির একটি নম্বর সিরিজের স্মার্টফোন হবে।

জানিয়ে রাখি, স্ট্যান্ডার্ড Oppo Find X6 গত মার্চ মাসে আত্মপ্রকাশ করেছিল, যা ১,২৪০ x ২,৭৭২ পিক্সেলের রেজোলিউশন সহ ৬.৭৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। ডিসপ্লেটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৪৫০ নিট পিক ব্রাইটনেস, এইচডিআর১০+ সার্টিফিকেশন এবং ১ বিলিয়ন রঙ রয়েছে। ফোনটি ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত MediaTek Dimensity 9200 প্রসেসর দ্বারা চালিত, যা সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত৷ স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) সফ্টওয়্যার স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য, ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাথমিক সেন্সর, ২.৮x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর Oppo Find X6-এর ডিসপ্লের কেন্দ্রীভূত পাঞ্চ-হোলের ভিতরে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, স্মার্টফোনটিতে ৪,৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। ডিভাইসটি ব্ল্যাক, গ্রীন এবং গোল্ড - এই কালার শেডে উপলব্ধ। পরিশেষে, ওপ্পো ডিভাইসটিতে জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৫৪ (IP54) রেটিং প্রাপ্ত চ্যাসিস রয়েছে।

Tags:    

Similar News