বাজেটের মধ্যে সেরা ফোন কিনবেন? Realme 12x 5G নাকি Samsung Galaxy F15 5G নাকি Poco M6 5G ভালো হবে

By :  SUMAN
Update: 2024-04-04 09:43 GMT

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy F15 5G। আবার দু'দিন আগে অর্থাৎ 2রা এপ্রিল এদেশে মুক্তি পেয়েছে Realme 12x 5G। আলোচ্য দুটি মডেল একে অপরের অন্যতম প্রতিদ্বন্দ্বী হবে। এছাড়া ফিচার ও দামের নিরিখে বিদ্যমান আরেকটি ডিভাইসও এই মডেল দুটিকে কড়া টক্কর দিতে পারে। আবার কথা বলছি গত 22শে ডিসেম্বর আত্মপ্রকাশ করা Poco M6 5G স্মার্টফোনের প্রসঙ্গে। প্রত্যেকটি ফোনই লো-বাজেট রেঞ্জের অধীনে এসেছে এবং নাম অনুযায়ী 5জি নেটওয়ার্ক সাপোর্ট করে। আবার তিনটি হ্যান্ডসেটই MediaTek Dimensity 6100+ প্রসেসর দ্বারা চালিত। যদিও অন্যান্য বিভাগে পার্থক্য নজরে পড়বে। আজ আমরা Realme 12x 5G, Samsung Galaxy F15 5G এবং Poco M6 5G -এর ফিচার ও দামের মধ্যে পার্থক্যগুলি নিয়ে আলোচনা করবো।

Realme 12x 5G vs Samsung Galaxy F15 5G vs Poco M6 5G : দাম

এদেশে রিয়েলমি 12এক্স 5জি মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। যার মধ্যে 4 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম ধার্য করা হয়েছে 11,999 টাকা। আবার উচ্চতর 6 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ বিকল্প দুটি যথাক্রমে ১৩,৪৯৯ টাকায় ও 14,999 টাকায় কেনা যাবে। এটি - টোয়াইলাইট পার্পল এবং উডল্যান্ড গ্রিন কালারে এসেছে।

স্যামসাং গ্যালাক্সি এফ15 5জি ফোনের 4 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম থাকছে 15,999 টাকা। আর 6 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ সহ আসা টপ-এন্ড মডেলটি পাওয়া যাবে 16,999 টাকায়। এটি - অ্যাশ ব্ল্যাক, গ্রোভারি ভায়োলেট এবং জাজি গ্রীন কালারে মিলবে।

ভারতে পোকো এম৬ ৫জি স্মার্টফোনের দাম 9,499 টাকা থেকে শুরু হচ্ছে। এই দাম এর 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের। এছাড়া উচ্চতর 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে যথাক্রমে 10,499 টাকা ও 12,499 টাকা। এটি দুটি আকর্ষণীয় কালার বিকল্পে লঞ্চ হয়েছে, যথা - ওরিয়ন ব্লু এবং গ্যালাকটিক ব্ল্যাক৷

Realme 12x 5G vs Samsung Galaxy F15 5G vs Poco M6 5G : ডিসপ্লে

রিয়েলমি 12এক্স 5জি স্মার্টফোনে রয়েছে 6.72-ইঞ্চির ফুল এইচডি প্লাস (2400x1080 পিক্সেল) LCD ডিসপ্লে প্যানেল। এই টাচস্ক্রিন - 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 950 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

স্যামসাং গ্যালাক্সি এফ15 5জি ফোনে 90 হার্টজ রিফ্রেশ রেটের 6.5-ইঞ্চি ফুল এইচডি প্লাস (2340x1080 পিক্সেল) AMOLED ডিউ ড্রপ ডিসপ্লে আছে।

পোকো এম6 5জি স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ 6.74-ইঞ্চির এইচডি প্লাস (1600x720 পিক্সেল) ডিসপ্লে প্যানেল আছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং 600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

Realme 12x 5G vs Samsung Galaxy F15 5G vs Poco M6 5G : প্রসেসর, র‍্যাম, স্টোরেজ, অপারেটিং সিস্টেম

ভালো পারফরম্যান্স প্রদানের জন্য রিয়েলমি 12এক্স 5জি স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ চিপসেট সমন্বিত আছে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রিয়েলমি ইউআই 5.0 কাস্টম স্কিনে রান করে। আবার স্টোরেজ হিসাবে সর্বোচ্চ 8 জিবি র‌্যাম এবং 128 জিবি রম পাওয়া যাবে।

স্যামসাং গ্যালাক্সি এফ15 5জি স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ওয়ানইউআই 6 কাস্টম ইউজার ইন্টারফেস চালিত এই হ্যান্ডসেটে 6 জিবি পর্যন্ত র‌্যাম ও 128 জিবি পর্যন্ত স্টোরেজ উপলব্ধ।

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, এই দুটি মডেলের মতো পোকো এম6 5জি স্মার্টফোনও মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক এমআইইউআই 14 কাস্টম ওএস দ্বারা চালিত। ডিভাইসটি 8 জিবি পর্যন্ত LPDDR4X র‍্যাম এবং সর্বোচ্চ 256 জিবি UFS 2.2 স্টোরেজ সহ পাওয়া যাবে।

Realme 12x 5G vs Samsung Galaxy F15 5G vs Poco M6 5G :ক্যামেরা বিভাগ

ক্যামেরা বিভাগের কথা বললে, রিয়েলমি 12এক্স 5জি স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। এই ক্যামেরাগুলি হল - 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ লেন্স। এদিকে ডিভাইসের সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে।

স্যামসাং গ্যালাক্সি এফ15 5জি স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল - 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য পোকো এম6 5জি স্মার্টফোন LED ফ্ল্যাশ যুক্ত 50 মেগাপিক্সেলের AI ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এক্ষেত্রে প্রাইমারি সেন্সরটি - এফ/1.8 অ্যাপারচার এবং PDAF বৈশিষ্ট্য সাপোর্ট করে। আবার ডিসপ্লের উপরি অংশে থাকা ওয়াটার-ড্রপ নচ কাটআউটের মধ্যে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে।

Realme 12x 5G vs Samsung Galaxy F15 5G vs Poco M6 5G : ব্যাটারি

রিয়েলমি 12এক্স 5জি স্মার্টফোনে 45 ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এফ15 5জি স্মার্টফোনে 6,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

পোকো এম6 5জি স্মার্টফোনে রয়েছে 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা 18 ওয়াট ফাস্ট চার্জিং অফার করে।

Realme 12x 5G vs Samsung Galaxy F15 5G vs Poco M6 5G : পরিমাপ

Realme 12x 5G ফোনের পরিমাপ 165.6x76.1x7.69 মিমি এবং ওজন 188 গ্রাম।

Samsung Galaxy F15 5G ফোনের পরিমাপ 160.10 x 76.80 x 8.40 মিমি এবং ওজন 200 গ্রাম।

Poco M6 5G ফোনের পরিমাপ 168x77.91x8.19 মিমি এবং ওজন 195 গ্রাম।

Tags:    

Similar News