দশ মিনিটের মধ্যে ব্যাটারি চার্জ, Realme-র 240W চার্জারে জীবন হবে আরও সহজ

Update: 2023-01-03 06:31 GMT

বর্তমান যুগের মানুষের চাহিদার সাথে তাল মিলিয়ে স্মার্টফোনের চার্জিং ব্যবস্থা ক্রমাগত বিকশিত হচ্ছে, নতুন প্রযুক্তি এবং মান প্রতিনিয়ত উন্নত হচ্ছে। ইতিমধ্যেই ২১০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত স্মার্টফোন বাজারে এসে গেছে। আবার শোনা যাচ্ছে, রিয়েলমি এর চেয়েও দ্রুততর, ২৪০ ওয়াটের চার্জার যুক্ত একটি ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে, যার নাম Realme GT Neo5 ৷ অনুমান, আর ক'সপ্তাহের মধ্যে আত্মপ্রকাশ করবে এটি। আনুষ্ঠানিক ঘোষণার আগে এখন, GT Neo5-এর চার্জারের লাইভ ছবি অনলাইনে প্রকাশ হয়েছে, যা এর ডিজাইন-সহ কিছু তথ্য সামনে এনেছে।

Realme 240W চার্জারের লাইভ ইমেজ প্রকাশ

ফাঁস হওয়া লাইভ ছবিগুলি VCKCJACH মডেল নম্বর সহ রিয়েলমির আপকামিং চার্জিং অ্যাডাপ্টারটিকে প্রদর্শন করেছে৷ এই চার্জারটি সুপারভোক (SuperVOOC)-এর ব্র্যান্ডিং বহন করে এবং এটি ১২এ বিদ্যুতে ২০ভি শক্তি প্রদান করতে পারে বলে জানা গেছে। অ্যাডাপ্টারটি স্ট্যান্ডার্ড চার্জারগুলির চেয়ে কিছুটা বড় হবে, যা সাধারণত ফাস্ট-চার্জিং চার্জারগুলির ক্ষেত্রে দেখা যায়, কারণ এগুলির জন্য বড় আকারের শক্তি উপাদানগুলির প্রয়োজন হয়৷

সাম্প্রতিক রিপোর্টগুলি থেকে জানা গেছে যে, ২৪০ ওয়াটের সুপারভোক চার্জারে যোগাযোগের প্রতিরোধকে আরও কমাতে, কম প্রতিবন্ধকতা সহ একটি কাস্টমাইজড ইউএসবি-সি কানেক্টর থাকবে এবং এটি হাই-কারেন্ট এবং হাই-পাওয়ারের শক্তি ট্রান্সমিশন সক্ষম করতে মোটা তারের কোর ব্যবহার করবে। রিয়েলমি ডিভাইসটিতে একটি ই-মার্কার এনক্রিপশন চিপ ব্যবহার করবে বলে মনে করা হচ্ছে, যা নিরাপত্তাজনিত ঝুঁকি দূর করতে পারে।

যদিও, হাই স্পিড চার্জারের ক্ষেত্রে যে সমস্যাটি সবচেয়ে বড় হয়ে দেখা দেয়, তা হল অত্যাধিক মাত্রায় তাপ উৎপাদন। আর স্বাভাবিকভাবেই ২৪০ ওয়াটের মতো উচ্চ চার্জিং গতি অধিক তাপ উৎপাদন করবে, যা ফোন বা এর ব্যাটারির সম্ভাব্য ক্ষতি করতে পারে। তবে, রিয়েলমি এই ঝুঁকি মোকাবেলায় পাঁচটি স্তরের সিকিউরিটি প্রোটেকশন প্রয়োগ করেছে বলে জানা গেছে।

জানিয়ে রাখি, নতুন ২৪০ ওয়াটের চার্জারটি Realme GT Neo5-এর সাথে ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিকে আত্মপ্রকাশ করবে। GT Neo5 কম শক্তিশালী ১৫০ ওয়াট চার্জিং সংস্করণেও লঞ্চ হবে। স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হতে পারে। এই ফ্ল্যাগশিপ রিয়েলমি হ্যান্ডসেটে প্রাইমারি ক্যামেরা হিসেবে, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ সনি আইএমএক্স৮৯০ সেন্সর ব্যবহার করা হবে বলে শোনা যাচ্ছে।

এছাড়াও, Realme GT Neo5-এ ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকতে পারে, যা ১.৫কে (1.5K) রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ২,১৬০ হার্টজ পাল্স-উইদ-মডিউলেশন (PWM) ডিমিং এবং একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৪,৬০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। ২৪০ ওয়াটের চার্জারের সাথে ১০ মিনিটেরও কম সময়ে ফোনটি সম্পূর্ণ চার্জ করা যাবে বলে অনুমান।

Tags:    

Similar News