ভাইরাস-ম্যালওয়্যার থেকে বাঁচাতে Realme এর চার ফোনে এ মাসের সিকিউরিটি আপডেট এল, আপনি পেয়েছেন

Update: 2022-11-14 08:26 GMT

ভাইরাস-ম্যালওয়্যার থেকে রক্ষা করতে রিয়েলমি (Realme) ভারতে তাদের বিভিন্ন স্মার্টফোনে নতুন সিকিউরিটি প্যাচ রোলআউট শুরু করেছে। কোম্পানিটি বর্তমানে তাদের কিছু নির্বাচিত মিড-রেঞ্জ এবং প্রিমিয়াম রিয়েলমি স্মার্টফোনের জন্য নতুন অ্যান্ড্রয়েড ১৩ বিটা আপডেট নিয়ে কাজ করছে, আর এখন ভারতে চারটি স্মার্টফোনের জন্য নভেম্বরের সিকিউরিটি প্যাচ চালু করছে।

সেগুলির মধ্যে রয়েছে, Realme 7 Pro, Realme X7 Max 5G, Realme C30s এবং Realme 9 5G। এই চারটি ডিভাইসের মধ্যে, Realme C30s এবং Realme 9 5G ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে। এটা প্রশংসনীয় যে, ২০২০-এর সেপ্টেম্বরে লঞ্চ হওয়া Realme 7 Pro নভেম্বরের নতুন সিকিউরিটি প্যাচটি পেয়েছে। গত বছর ভারতে লঞ্চ হওয়া Realme X7 Max-ও, এই নিরাপত্তা সমাধান পেয়েছে। আসুন উল্লিখিত ফোনগুলিতে রিয়েলমি ইউআই সিকিউরিটি আপডেট রোলআউট সম্পর্কে আর কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Realme 7 Pro, Realme 9 5G সহ একাধিক স্মার্টফোনে রোল আউট হল নভেম্বরের নতুন OTA আপডেট

রিয়েলমি এক্স৭ ম্যাক্স হল চারটি ডিভাইসের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম ডিভাইস, যা ভারতের ব্যবহারকারীদের জন্য নভেম্বরের নতুন ওভার-দ্য-এয়ার (OTA) আপডেটটি পাচ্ছে। ২০২১ সালের মে মাসে লঞ্চ হওয়া ডিভাইসটি লেটেস্ট RMX3031_11.C.16 ওটিএ আপডেট পেয়েছে। তবে, রিয়েলমি পর্যায়ক্রমে আপডেটটি রোল আউট করছে। তাই আপনি যদি এখনও আপনার ডিভাইসে এই আপডেটটি না পেয়ে থাকেন, তাহলে কিছুদিন অপেক্ষা করতে হবে।

নতুন আপডেটটি ২০২২-এর অক্টোবরের অ্যান্ড্রয়েড সুরক্ষা প্যাচগুলিকে সংহত করে৷ এটি সিস্টেমের কর্মক্ষমতা এবং স্থিতিশীলতা উন্নত করার দাবি করে। কোম্পানি জানিয়েছে যে, এই আপডেটটি শীঘ্রই সীমিত সংখ্যক ব্যবহারকারীর কাছে এলোমেলোভাবে পাঠানো হবে এবং কোনও জটিল বাগ নেই তা নিশ্চিত করার জন্য কয়েক দিনের মধ্যেই বিস্তৃতভাবে রোলআউট করা হবে।

জানিয়ে রাখি, রিয়েলমি ৭ প্রো, যা ২০২০ সালে ২০,০০০ টাকারও কম দামে ভারতে লঞ্চ করা হয়েছিল, সেটি এখন ইউআই সংস্করণ নম্বর RMX2170_11.F.23 সহ নতুন নভেম্বর আপডেট পেয়েছে। আপডেটটি কিছু পরিস্থিতিতে সিস্টেমের কর্মক্ষমতা উন্নত করে এবং অক্টোবর ২০২২-এর অ্যান্ড্রয়েড নিরাপত্তা প্যাচগুলিকে একত্রীকরণ করে।

আবার, Realme 9 5G হল একটি বাজেট ৫জি স্মার্টফোন যা ভারতে ১৫,০০০ টাকার কম মূল্যে লঞ্চ করা হয়েছিল। এটি Realme 10 5G-এর পূর্বসূরি, যেটি এখনও ভারতে আসেনি। Realme 9 5G ব্যবহারকারীরা শীঘ্রই পর্যায়ক্রমে নতুন RMX3388_11.C.05 আপডেটটি পাবেন। সিস্টেমের নিরাপত্তা বাড়াতে আপডেটটি অক্টোবর ২০২২-এর অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচকে সংহত করে। এটি সিস্টেমের কর্মক্ষমতা এবং স্থিতিশীলতাও উন্নত করবে বলে দাবি করা হয়েছে।

আর রিয়েলমির কাছ থেকে নভেম্বরের নতুন ওটিএ আপডেট পাওয়া শেষ ফোন হল Realme C30s। এন্ট্রি-লেভেল এই স্মার্টফোনটি বেশ নতুন। এটি গত সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল। ১০,০০০ টাকারও কম দামী এই রিয়েলমি বাজেট স্মার্টফোনের ব্যবহারকারীরা শীঘ্রই RMX3690_12.A.32 আপডেটটি পাবেন। এই আপডেটটি ব্যবহারকারীদের অভিযোগ করা একাধিক সমস্যার সমাধান করবে। জানিয়ে রাখি, আপডেটটি কিছু পরিচিত ব্ল্যাক স্ক্রিন বা স্বয়ংক্রিয় পাওয়ার-অফ সমস্যার সমাধান করার দাবি করে। এটি সামগ্রিক সিস্টেমের স্থিতিশীলতাও উন্নত করবে। রিয়েলমি এই ডিভাইসটির জন্য সেপ্টেম্বর ২০২২ সিকিউরিটি প্যাচ আপডেট করেছে।

এছাড়া, উল্লিখিত অন্যান্য স্মার্টফোনগুলি মতো, Realme C30s-এর জন্যও আপডেটটি পর্যায়ক্রমে চালু করা হবে। কোম্পানি যথেচ্ছভাবে বেছে নেওয়া কিছু ব্যবহারকারীদের কাছে আপডেটটি পাঠাবে। যদি কোনও সমস্যা রিপোর্ট করা না হয়, তাহলে সমস্ত C30s ব্যবহারকারীরাই আগামী দিনে নতুন নভেম্বর ২০২২ আপডেটটি পাবেন।

Tags:    

Similar News