Realme C33 আগামীকাল লঞ্চ হচ্ছে, তার আগেই ফাঁস হয়ে গেল দাম, দেখে নিন ফিচারও

Update: 2022-09-05 17:53 GMT

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি (Realme) আগামীকাল (৬ সেপ্টেম্বর) ভারতে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টে Realme Watch 3 Pro স্মার্ট ওয়াচ, Buds Air 3 Pro ইয়ারবাড এবং Realme C33 স্মার্টফোনের ওপর থেকে পর্দা সরানো হবে বলে আশা করা হচ্ছে। আর এখন অফিসিয়াল লঞ্চের একদিন আগে, একটি রিপোর্টের মাধ্যমে Realme C33-এর দামের বিবরণ প্রকাশ্যে এসেছে।

ফাঁস হল Realme C33-এর মূল্য

সম্প্রতি ৯১মোবাইলস রিয়েলমি সি৩৩-এর একটি লিস্টিং জনপ্রিয় ভারতীয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart)-এ খুঁজে পেয়েছে। যদিও পরে লিস্টিংটি সাইট থেকে সরিয়ে দেওয়া হয়। তবে, তার আগে পাবলিকেশনটি আসন্ন ফোনটির মূল্য এবং অন্যান্য অনেক বিবরণ সমৃদ্ধ তালিকাটির একটি স্ক্রিনশট শেয়ার করেছে।

ভারতে রিয়েলমি সি৩৩-এর সম্ভাব্য দাম (Realme C33 Expected Price in India)

ফ্লিপকার্টের তালিকা অনুসারে, রিয়েলমি সি৩৩-এর ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি মডেলের দাম হবে ১১,৯৯৯ টাকা। ডিভাইসটির একটি ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ সংস্করণও বাজারে আসবে, যার মূল্য প্রায় ১০,৯৯৯ টাকা হবে। ফোনটি গোল্ড এবং ব্ল্যাক-এই দুই কালার অপশনে পাওয়া যাবে, তবে এর একটি অ্যাকোয়া ব্লু কালার ভ্যারিয়েন্টও থাকবে। তালিকা অনুযায়ী, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক (Flipkart Axis Bank) কার্ড দিয়ে কিনলে রিয়েলমি সি৩৩-এর দামের ওপর ৫% ক্যাশব্যাক পাওয়া যাবে।

রিয়েলমি সি৩৩-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Realme C33 Expected Specifications)

তালিকা অনুসারে, Realme C33 ফোনে একটি ৬.৫ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে থাকবে এবং এটি ৩ জিবি র‍্যাম/৩২ জিবি স্টোরেজ এবং একটি ৪ জিবি র‍্যাম/৬৪ জিবি স্টোরেজ অপশন সহ ইউনিসক টি৬১২ চিপসেট দ্বারা চালিত হবে। তবে এই হ্যান্ডসেটের স্টোরেজ ক্ষমতা ১ টেরাবাইট পর্যন্ত সম্প্রসারণ করা যাবে।

ফটোগ্রাফির জন্য, Realme C33-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উপস্থিত থাকবে। আর সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, ফোনের সামনে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Realme C33-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। নিরাপত্তার জন্য, এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে। এছাড়া, সাম্প্রতিক একটি রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, হ্যান্ডসেটটির ওজন প্রায় ২৮৭ গ্রাম এবং পুরুত্ব ৮.৩ মিলিমিটার হবে।

Tags:    

Similar News