দাম ১০ হাজার টাকার কম, আরও সস্তায় আজ Realme C33 কেনার বিরাট সুযোগ
গত ৬ই সেপ্টেম্বর ভারতের বাজারে আত্মপ্রকাশ করে Realme C33। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ১২ই সেপ্টেম্বর ই-কমার্স সাইট Flipkart ও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। আলোচ্য এন্ট্রি-লেভেল হ্যান্ডসেটকে দুটি স্টোরেজ কনফিগারেশন এবং তিনটি আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। আর ফিচার হিসাবে এতে - HD+ ডিসপ্লে প্যানেল, অ্যান্ড্রয়েড ১২ বেসড কাস্টম স্কিন, ৪ জিবি পর্যন্ত র্যাম, ৫০ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি উপলব্ধ। এছাড়া নিরাপত্তার জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে। চলুন সদ্য লঞ্চের মুখ দেখা Realme C33 স্মার্টফোনের দাম, সেল অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
ভারতে রিয়েলমি সি৩৩ -এর দাম ও সেল অফার (Realme C33 Price & Sale Offer in India)
ভারতে, রিয়েলমি সি৩৩ স্মার্টফোনকে দুটি ভিন্ন কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে, ৩ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। আর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে ৯,৯৯৯ টাকা। এটি অ্যাকুয়া ব্লু, নাইট সি ও স্যান্ডি গোল্ড কালারে এসেছে।
ফার্স্ট সেল এর কথা বলে, সি-সিরিজের এই স্মার্টফোনটিকে আপনারা যদি ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফ্লিপকার্টের মাধ্যমে কেনেন, তবে ১,০০০ টাকার ক্যাশব্যাক দেওয়া হবে। পাশাপাশি এই একই ব্যাঙ্কের কার্ড হোল্ডাররা যদি সরাসরি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটি ক্রয় করেন, সেখান থেকেও ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়া, Flipkart Axis ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৫% ক্যাশব্যাকও মিলবে।
রিয়েলমি সি৩৩ -এর স্পেসিফিকেশন, ফিচার (Realme C33 Specifications, Features)
রিয়েলমি সি৩৩ স্মার্টফোনে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে দেখা যাবে, যা ২০:৯ এসপেক্ট রেশিও এবং ৮৮.৭% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক টি৬১২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই এস এডিশন কাস্টম স্কিনে রান করে। স্টোরেজ হিসাবে উক্ত ডিভাইসে ৪ জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ ৬৪ জিবি রম পাওয়া যাবে। যদিও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি আরও বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য Realme C33 ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য হ্যান্ডসেটে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। তদুপরি, ডিভাইসটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে - 4G VoLTE, ডুয়েল সিম স্লট, ব্লুটুথ ৫.০, ওয়াই-ফাই, জিপিএস, এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। পাওয়ার ব্যাকআপের জন্য Realme C33 ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। সংস্থার বিবৃতি অনুসারে, এই ব্যাটারি একক চার্জে ৩৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করতে সক্ষম। পরিশেষে, সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।