Realme C53: 108MP ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন লঞ্চ করে চমকে দিতে পারে রিয়েলমি, 19 জুলাই ইভেন্ট
প্রখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড, রিয়েলমি (Realme) ধীরে ধীরে ভারতে তাদের C-সিরিজটি প্রসারিত করছে। চলতি বছরের শুরুর দিকে Realme C55 স্মার্টফোনটি এদেশে লঞ্চ হয়। বর্তমানে, ব্র্যান্ডটি Realme C53 নামের একটি মিড-রেঞ্জার হ্যান্ডসেট ভারতীয় বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে, যা সম্ভবত C55-এর নীচে অবস্থান করবে। আর এখন রিয়েলমি আনুষ্ঠানিকভাবে Realme C53 লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এমনকি, এর ল্যান্ডিং পেজ রিয়েলমির ওয়েবসাইট ও ফ্লিপকার্টে লাইভ হয়েছে, যা নানা স্পেসিফিকেশন প্রকাশ করেছে।
Realme C53-এর ল্যান্ডিং পেজ লাইভ হল অফিসিয়াল ওয়েবসাইট ও Flipkart-এ
রিয়েলমি নিশ্চিত করেছে যে রিয়েলমি সি৫৩ ফোনটি ভারতে আগামী ১৯ জুলাই, দুপুর ১২ টায় লঞ্চ হতে চলেছে। রিয়েলমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ও ফ্লিপকার্টে অ্যাক্টিভ হওয়া ল্যান্ডিং পেজগুলি থেকে জানা গেছে ফোনটি তার প্রাইস সেগমেন্টে প্রথম ফোন হিসাবে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে আসবে। ডিভাইসটি আল্ট্রা-ক্লিয়ার ইমেজ, নাইট ফটোগ্রাফি, পোর্ট্রেট মোড এবং স্ট্রিট ফটোগ্রাফি মোড-এর মতো একাধিক ফটোগ্রাফি ফিচার অফার করবে।
ল্যান্ডিং পেজে রিয়েলমি সি৫৩-এর একটি ঝলকও দেখা গেছে, যা প্রকাশ করেছে যে ফোনটির পিছনের প্যানেলে ডুয়েল-ক্যামেরা সেটআপ এবং একটি এলইডি ফ্ল্যাশ অবস্থান করবে। এই মডিউলের বিন্যাস সাম্প্রতিক আইফোন মডেলগুলিতে থাকা ক্যামেরা সেটআপের মতো হবে। নিরাপত্তার জন্য, এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে।
ব্র্যান্ডটি আরও প্রকাশ করেছে যে, Relame C53-এ ৫,০০০ ব্যাটারি থাকবে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সংস্থার দাবি অনুযায়ী, এটি ৫২ মিনিটে ব্যাটারির ৫০ শতাংশ চার্জ পূর্ণ করতে সক্ষম হবে। বড় ব্যাটারি থাকা সত্ত্বেও, ডিভাইসটিতে ৭.৯৯ মিলিমিটারের স্লিম প্রোফাইল দেখা যাবে। C53-এর সামনের দিকে একটি মোটা বটম বেজেল সহ একটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে থাকবে। আর ফোনটির নীচে একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, একটি মাইক্রোফোন, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল অবস্থান করবে।
জানিয়ে রাখি, কোম্পানি ইতিমধ্যেই মালয়েশিয়ায় Realme C53 ফোনটি লঞ্চ করেছে। তবে, উল্লিখিত স্পেসিফিকেশনগুলি থেকে বোঝা যাচ্ছে যে, এই হ্যান্ডসেটের ভারতীয় ভ্যারিয়েন্টটিতে তার মালয়েশিয়ান সংস্করণের তুলনায় আলাদা হার্ডওয়্যার থাকবে। প্রসঙ্গত, মালয়েশিয়ান Realme C53-তে ৫০ মেগাপিক্সেলের ডুয়েল-ক্যামেরা সিস্টেম, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৭.৪৯ মিলিমিটারের অধিক স্লিম চ্যাসিস রয়েছে।