Realme C63: রিয়েলমি সি63 সস্তায় বাজারে আসছে, থাকবে 50MP ক্যামেরা, 45W চার্জিং
রিয়েলমি বর্তমানে ভিয়েতনামের তাদের C-সিরিজের অধীনে Realme C65 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশের আগে এখন ইন্দোনেশিয়া টেলিকম (Indonesia Telecom) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে আরেকটি নতুন C-সিরিজের ফোনকে দেখা গেছে, যার নাম Realme C63। এছাড়াও, এই মডেলটি আরও কিছু সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়েছে। আসুন তাহলে এই লিস্টিংগুলি থেকে আসন্ন Realme C63 সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।
Realme C63 পেল একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন
ইন্দোনেশিয়া টেলিকম সার্টিফিকেশন সাইটে রিয়েলমি সি63 স্মার্টফোনটি RMX3939 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। এছাড়াও, টিইউভি (TUV), ইউরোপের ইইসি (EEC) এবং ইন্দোনেশিয়ার টিকেডিএন (TKDN) সার্টিফিকেশন সাইটেও রিয়েলমি সি63-কে দেখা গেছে। টিইউভি-এর লিস্টিং অনুযায়ী, আসন্ন সি-সিরিজের স্মার্টফোনটিতে 4,880 এমএএইচ ব্যাটারি থাকবে এবং এটি 45 ওয়াট সুপারভুক (SuperVOOC) ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। রিয়েলমি সম্ভবত হ্যান্ডসেটের ব্যাটারি ক্ষমতাকে 5,000 এমএএইচ হিসাবে বাজারজাত করবে।
রিয়েলমি সি63 ফোনটি ক্যামেরা এফভি-5 ডেটাবেসেও উপস্থিত হয়েছে। লিস্টিং অনুসারে, হ্যান্ডসেটটি 35 মিমি সমতুল্য ফোকাল লেন্থ, এফ/1.8 অ্যাপারচার এবং 4,096 × 3,072 পিক্সেলের সর্বাধিক পিকচার রেজোলিউশন সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা অফার করবে। এতে এফ/1.8 অ্যাপারচার সহ একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও থাকবে।
জানিয়ে রাখি, Realme C63 গত বছরের Realme C53-এর উত্তরসূরি হবে বলে আশা করা হচ্ছে। Realme C53 এইচডি+ রেজোলিউশন এবং 560 নিট পিক ব্রাইটনেস, 90 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.74 ইঞ্চির এলসিডি স্ক্রিন অফার করে। এতে UniSoC T612 প্রসেসর রয়েছে, যা Mali G57 জিপিইউ, 6 জিবি র্যাম এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত। এছাড়া ফটোগ্রাফির জন্য, Realme C53-এ হাই-রেজোলিউশনের 108 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। আর পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।