লঞ্চের আগেই Realme GT 5 Pro-র ছবি ফাঁস, থাকছে বিরাট ক্যামেরা, ডিজাইন চমকে দেবে

Update: 2023-10-26 12:44 GMT

রিয়েলমি ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, খুব শীঘ্রই তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে, Realme GT 5 Pro লঞ্চ হতে চলেছে। ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে ফোনটির লঞ্চ টিজার প্রকাশ করতেও শুরু করেছে। যদিও লঞ্চের দিনক্ষণ এখনও জানানো হয়নি। যেহেতু, কয়েক মাস ধরেই আসন্ন Realme GT 5 Pro নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা চলছে, তাই ইতিমধ্যেই এর সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। আর এবার, এই নয়া রিয়েলমি ফোনটি ছবি সহ চীনের টেনা (TENAA)- সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়ে ডিজাইন প্রকাশের পাশাপাশি প্রচুর তথ্য সামনে এনেছে।

Realme GT 5 Pro- এ থাকবে কার্ভড স্ক্রিন এবং ওরিও ক্যামেরা মডিউল

রিয়েলমি জিটি ৫ প্রো-এর টেনা লিস্টিংয়ে প্রকাশিত ছবিতে ফোনটিকে সাদা ব্যাক প্যানেলের সাথে দেখা গেছে। এটি ভিগান বা নকল লেদার ভ্যারিয়েন্ট সহ আরও কালার অপশনে পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে। রিয়েলমি জিটি ৫ প্রো-এর সামনে কার্ভড পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে। আর পিছনে বিশালকার ওরিও (গোলাকার)-আকৃতির ক্যামেরা মডিউল অবস্থান করবে। পাওয়ার এবং ভলিউম বাটন দুটোই ডানদিকে দেখা যাবে।

রেন্ডার দেখে ফোনটির ক্যামেরা আইল্যান্ডে চারটি সেন্সর এবং একটি এলইডি লাইট থাকবে বলে মনে হচ্ছে। কিন্তু এক নির্ভরযোগ্য টিপস্টার দাবি করেছেন যে, ফোনটি সনি (Sony)-এর সেন্সর সমৃদ্ধ ট্রিপল ক্যামেরা সেটআপ সহ আসবে। এটতে সম্ভবত সনি আইএমএক্স৯৬৬ প্রাইমারি সেন্সর, সনি আইএমএক্স৫৮১ আল্ট্রাওয়াইড লেন্স এবং সনি আইএমএক্স৮৯০ ৩x টেলিফটো সেন্সর (পেরিস্কোপ) উপস্থিত থাকবে৷ হ্যান্ডসেটটিতে চীনে তৈরি (সম্ভবত বিওই দ্বারা) ১.৫কে ওলেড (OLED) ডিসপ্লে থাকতে পারে।

প্রসঙ্গত, Realme GT 5 Pro-এ নতুন Qualcomm Snapdragon 8 Gen 3 চিপের উপস্থিতি অফিশিয়াল ভাবে ঘোষণা হয়েছে। এমনকি ব্র্যান্ডটি এও প্রকাশ করেছে যে, স্মার্টফোনটি চীনের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও আসবে। অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে বললে, Realme GT 5 Pro-এ LPDDR5x র‍্যাম, UFS 4.0 স্টোরেজ, ১০,০০০ বর্গ মিলিমিটার ভিসি লিকুইড কুলিং সিস্টেম, ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৫,৪০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে।

Tags:    

Similar News