সুখবর, Realme GT সিরিজের এই ফোনে এল অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ আপডেট

Realme GT Series Android 15 Update - Realme GT 6 ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। ভারতে এই মিড রেঞ্জ স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম ওএস ওপেন বিটা প্রোগ্রাম চালু করা হয়েছে।

Update: 2024-11-08 08:49 GMT

Realme GT 6 Android 15 Update

Realme GT 6 ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। ভারতে এই মিড রেঞ্জ স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম ওএস ওপেন বিটা প্রোগ্রাম চালু করা হয়েছে। যাকে কোম্পানির ভাষায় আর্লি অ্যাক্সেস বলা হয়। এরফলে স্টেবল রিয়েলমি ইউআই ৬.০ আপডেট আসার আগেই ব্যবহারকারীরা এই কাস্টম ওএস ব্যবহার করার সুবিধা পাবে। যেখানে অ্যান্ড্রয়েড ১৫ এর একাধিক নতুন ফিচার উপস্থিত আছে। পাশাপাশি Realme GT 6 ব্যবহারকারীরা নতুন কাস্টম ইউআই উপভোগ করতে পারবে।

Realme GT 6 ফোনের জন্য এল অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ আপডেটের আর্লি অ্যাক্সের

রিয়েলমি জিটি ৬ ভারতে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপ ও অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম সহ এদেশে লঞ্চ হয়েছিল। এখন এতে অ্যান্ড্রয়েড ১৫ আপডেট এসেছে। তবে এটি বিটা আপডেট। আর কিছু সংখ্যক ইউজারই কেবল রিয়েলমি ইউআই ৬.০ বিটা ভার্সন ব্যবহারের সুযোগ পাবে। আর্লি অ্যাক্সেসের জন্য আবেদন করতে হবে।

তবে রিয়েলমি জিটি ৬ ফোনে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ বিটা আপডেট পেতে আবেদন করার জন্য কিছু শর্ত পালন করতে হবে। যেমন - ডিভাইস রুট থাকলে আপডেট পাওয়া যাবে না। এছাড়া ব্যাটারি ৬০ শতাংশ চার্জ থাকতে হবে। আর অবশ্যই স্মার্টফোনটিকে RMX3851_14.0.1.614(EX01) সফটওয়্যার ভার্সনে চলতে হবে।

এরপর রিয়েলমি ইউআই ৬.০ বিটা আপডেট পেতে রিয়েলমি জিটি ৬ ফোন ব্যবহারকারীদের ডেভেলপার মোড অন করতে হবে। এরপর Settings > About device > Version > Version number অপশন অনুসরণ করতে হবে এবং ভার্সন নম্বরের উপর সাতবার ক্লিক করতে হবে। এবার ব্যবহারকারীদের 'About Device' পেজে ফিরিয়ে আনা হবে। এখানে রিয়েলমি ইউআই ৬.০ এর ব্যানার দেখা যাবে।এরপর তিনটি ডটে ক্লিক করে আর্লি অ্যাক্সেসের জন্য আবেদন করতে হবে।

Tags:    

Similar News