ফোনের পর ফোন! Qualcomm এর ফ্ল্যাগশিপ প্রসেসর দিয়ে নতুন মডেল আনছে Realme
রিয়েলমি গত ফেব্রুয়ারি মাসে চীনে ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ফ্ল্যাগশিপ Realme GT Neo 5 স্মার্টফোনটি লঞ্চ করেছে। আবার এপ্রিলে এই সিরিজের অধীনে একটি SE ভ্যারিয়েন্ট বাজারে আসে। এবার কোম্পানি পরবর্তী প্রজন্মের Realme GT Neo 6 সিরিজ লঞ্চের জন্য প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে। এটি সম্ভবত আগস্ট মাসে লঞ্চ হতে পারে। তবে এখন শোনা যাচ্ছে যে, Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট সহ একটি নয়া ফ্ল্যাগশিপ ফোনের ওপর কাজ করছে। যা Realme GT Neo 6 এর পর বাজারে পা রাখবে।
নতুন Realme GT ফোনে Snapdragon 8 Gen 3 চিপ
টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, রিয়েলমির আসন্ন ফ্ল্যাগশিপ ফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাবে এবং আকর্ষণীয় স্পেসিফিকেশনও অফার করবে। তিনি আরও জানান যে, স্মার্টফোনটিতে পেরিস্কোপ জুম ক্যামেরার উপস্থিতির কারণে ফটোগ্রাফি ক্ষমতাকে উন্নত করবে। অবশ্য অন্যান্য স্পেসিফিকেশন বা ন লঞ্চের টাইমলাইন সম্পর্কিত আর কোনও বিবরণ প্রকাশ করেননি টিপস্টার।
খুব সম্ভবত, এই ফ্ল্যাগশিপ ফোনটি রিয়েলমির জিটি সিরিজের অন্তর্গত হবে এবং রিয়েলমি জিটি নিও ৬ সিরিজের কয়েক মাস পরে লঞ্চ হবে। কোয়ালকম চলতি বছরের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপের ঘোষণা বলে আশা করা হচ্ছে। শাওমি (Xiaomi), ভিভো (Vivo), ওয়ানপ্লাস (OnePlus) এবং আইকো (iQOO)-এর মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলি চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাস নাগাদ স্ন্যাপড্রাগন ৮ জেন ৩-চালিত ফ্ল্যাগশিপ ফোনগুলি লঞ্চ করতে পারে।
শোনা যাচ্ছে যে, আগস্টে লঞ্চ হতে চলা Realme GT Neo 6-এ লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরই ব্যবহৃত হবে। তাই, সম্ভবত ব্র্যান্ডটি তাদের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চালিত ফোনটি GT Neo 6-এর লঞ্চের অন্তত ছয় মাস পরে বাজারে আনবে৷ আগামী বছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যে এটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে৷
উল্লেখ্য, Realme GT Neo 6 ফোনটি ৬.৭৪ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লের সাথে আসবে বলে আশা করা হচ্ছে, যা 1.5K রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফটোগ্রাফির জন্য, এই ফোনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। বর্তমান প্রজন্মের Realme GT Neo 5-এর মতো এই ডিভাইসটি ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করতে পারে৷