অ্যান্ড্রয়েড ১৩ আপডেট এল Realme GT সিরিজের দুটি ফোনে, কীভাবে ডাউনলোড করবেন
রিয়েলমি সম্প্রতি তাদের Neo সিরিজের Realme GT Neo 3T স্মার্টফোনটির জন্য Android 13 ভিত্তিক Realme UI 3.0 আর্লি অ্যাক্সেস প্রোগ্রাম চালু করেছে। আর এখন, এই সিরিজে অন্তর্ভুক্ত Realme GT Neo 3 এবং GT Neo 3 150W মডেল দুটির জন্য Realme UI 3.0-এর Open Beta লঞ্চ করা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে উল্লেখিত রিয়েলমি ডিভাইসগুলি শীঘ্রই Android 13-এর স্টেবল আপডেট পাবে। আসুন লেটেস্ট আপডেটটির বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
রিয়েলমির দুই হান্ডসেটের জন্য চালু হল Realme UI 3.0 Open Beta
রিয়েলমি জিটি নিও ৩ এবং জিটি নিও ৩ ১৫০ ওয়াট হ্যান্ডসেট দুটি রিয়েলমি ইউআই ৩.০ কাস্টম স্কিনের ওপেন বিটা পর্বে প্রবেশ করেছে। এই হ্যান্ডসেটগুলির ব্যবহারকারীরা যদি ওপেন বিটা আপডেটের অভিজ্ঞতা পেতে চান, তাহলে অবশ্যই তাদের এই প্রোগ্রামের জন্য সাইন আপ করতে হবে। নতুন আপডেট ইনস্টল করার আগে, ব্যবহারকারীদের কয়েকটি মানদন্ড মেনে চলতে হবে। যেমন, রিয়েলমি জিটি নিও ৩ এবং জিটি নিও ৩ ১৫০ ওয়াট-এর ইউজারদের প্রথমেই তাদের স্মার্টফোনগুলিকে প্রয়োজনীয় সংস্করণে আপডেট করতে হবে, যা হল যথাক্রমে RMX3561 11.A.15, RMX3561 11.A.16; RMX3563 11.A.15, RMX3563 11.A.16।
প্রসঙ্গত, এই ডিভাইসগুলি প্রয়োজনীয় অপারেটিং সিস্টেমের সংস্করণে রান করলে, প্রথমে ফোনের সেটিংস >সফ্টওয়্যার আপডেট >ওপরের ডানদিকে কোণায় ড্রপ-ডাউনে ট্যাপ করতে হবে>ট্রায়াল সংস্করণে ট্যাপ করতে হবে>ফর্মটি পূরণ করে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলেই আপডেটের জন্য আবেদনের প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
জানিয়ে রাখি, Realme GT Neo 3 এবং GT Neo 3 150W ফোনগুলির ব্যবহারকারীদের আবেদন গৃহীত হলে, নতুন বিটা আপডেটের জন্য একটি নোটিফিকেশন তার ডিভাইসে পাঠানো হবে। তবে, এটি একটি বিটা প্রোগ্রাম হওয়ার কারণে, আপডেটটিতে কিছু বাগ থেকে যেতে পারে বা এতে কিছু অ্যাপ সঠিকভাবে কাজ নাও করতে পারে। তাই, দৈনন্দিন কাজের জন্য ব্যবহৃত ফোনগুলিকে এই বিটা সংস্করণের থেকে দূরে রাখাই শ্রেয়।