এক ক্লিকেই Android 14 আপডেট, বর্ষশেষে বড় সুযোগ দিচ্ছে Realme, কীভাবে পাবেন
Realme GT 2 Pro, Realme GT 5 Pro সহ বেশ কিছু স্মার্টফোনের পর, এবার Realme GT Neo 3 এবং Realme GT Neo 3 150W হ্যান্ডসেটগুলিতে Realme UI 5.0 Open Beta আপডেট চলে এল। তবে আপডেটটি আপাতত Realme UI 5.0 আর্লি অ্যাক্সেস (Early Access) অংশগ্রহণকারীদের জন্য এবং যারা ওপেন বিটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান এমন ইউজারদের জন্য লাইভ রয়েছে। বিটা ভার্সন হওয়ার কারণে সবার আগে নতুন ফিচার্স উপভোগের সুযোগ থাকলেও, কিছু বাগের জন্য স্মার্টফোনে সমস্যা সৃষ্টির সম্ভাবনাও থেকে যায়। আসুন Realme UI 5.0 Open Beta আপডেট কি কি অফার করছে, জেনে নেওয়া যাক।
Realme GT Neo 3 এবং Realme GT Neo 3 150W-এর জন্য Realme UI 5.0 Open Beta আপডেটের ফিচার
রিয়েলমি জিটি নিও ৩ এবং রিয়েলমি জিটি নিও ৩ ১৫০ ওয়াট হ্যান্ডসেটের জন্য নতুন রিয়েলমি ইউআই ৫.০ ওপেন বিটা আপডেটটি সমস্ত নতুন অ্যান্ড্রয়েড ১৪ ওএস-এর ফিচার এবং এনহ্যান্সমেন্ট নিয়ে এসেছে, যার মধ্যে সিকিউরিটি এবং প্রাইভেসির উন্নতি সহ অনেক কিছু অন্তর্ভুক্ত রয়েছে।
অ্যান্ড্রয়েড ১৪-এর ফিচার্স ছাড়াও, ব্যবহারকারীরা নতুন অ্যাকোয়ামর্ফিক ডিজাইন, পারফরম্যান্স অপ্টিমাইজেশন, সহজেই ফাইল ট্রান্সফার করার জন্য নতুন ফাইলড্রপ (Filedrop) সার্ভিস সহ রিয়েলমি ইউআই ৫.০-ভিত্তিক একাধিক ফিচার উপভোগ করতে পারবেন। রিয়েলমি জিটি নিও ৩ এবং রিয়েলমি জিটি নিও ৩ ১৫০ ওয়াট-এর নয়া আপডেট উইজেট, নতুন রিংটোন, সিস্টেম অ্যানিমেশন এবং অন্যান্য অনেক পরিবর্তন নিয়ে এসেছে। ।
কীভাবে Realme UI 5.0 Open Beta আপডেট পাবেন?
Realme GT Neo 3 এবং Realme GT Neo 3 150W-এ ওপেন বিটা আপডেটের পর ব্যবহারকারীরা নতুন ফিচারগুলি উপভোগ করতে পারলেও, তাদের হ্যান্ডসেটটির কিছু বাগ এবং সমস্যার দ্বারাও আক্রান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে৷ ওপেন বিটা-তে গ্ল্যান্স লকস্ক্রিন উপলব্ধ নেই এবং এতে স্লাইড করার সময় ফ্লোটিং উইন্ডোজ আটকে যায়। তখন স্ট্যাটাস বার টেনে এটিকে ঠিক করতে হয়। সুতরাং, এইরকম ছোটখাটো সমস্যার জন্য বিটা আপডেটের পর ফোনের নিত্যদিনের ব্যবহার ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে স্টেবল ভার্সন প্রকাশের আগে, ওপেন বিটার মাধ্যমে প্রোগ্রামে অংশগ্রহণকারী ইউজারদের কাছে অন্য Realme GT Neo 3 এবং Realme GT Neo 3 150W ব্যবহারকারীদের আগে Realme UI 5.0-এর বৈশিষ্ট্যগুলি উপভোগ করার সুযোগ রয়েছে। আগ্রহী ইউজাররা ওপেন বিটা প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন, শুধু তাদের কিছু পূর্বশর্ত এবং নীচের পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে।
পূর্বশর্ত :-
১. ইউজারকে নিশ্চিত করতে হবে যে তার Realme GT Neo 3 এবং Realme GT Neo 3 150W স্মার্টফোনে কমপক্ষে ৬০% ব্যাটারি লাইফ আছে এবং কমপক্ষে ১৫ জিবি স্টোরেজ অবশিষ্ট আছে।
২. ফোন রিসেট হতে পারে, তাই সমস্ত গুরুত্বপূর্ণ ডেটা ব্যাক আপ করে রাখতে হবে। তবে, বিটা প্রোগ্রামের অংশগ্রহণের পূর্ব অভিজ্ঞতা যাদের নেই বা আপডেটের জন্য এটি যদি তাদের একমাত্র স্মার্টফোন হয়ে থাকে, তাহলে তাদের Realme UI 5.0 Open Beta Programme এড়িয়ে যাওয়াই শ্রেয়।
Realme UI 5.0 Open Beta Programme-এ অংশগ্রহণের ধাপ:
১. প্রথমে Realme GT Neo 3-কে RMX3561_13.1.0.800(EX01), RMX3561_13.1.0.730(EX01) ফার্মওয়্যার সংস্করণে আপডেট করতে হবে। Realme GT Neo 3 150W-এর ক্ষেত্রে এগুলি হল RMX3563_13.1.0.800(EX01) এবং RMX3563_13.1.0.730(EX01)।
২. এবার ডিভাইসের সেটিংসে গিয়ে ডেভেলপার মোড এনেবল করতে হবে। সেটিংস > অ্যাবাউট ফোন > ভার্সন > ভার্সন নম্বর > ভার্সন নম্বর সাতবার ট্যাপ করতে হবে।
৩. সেটিংস > অ্যাবাউট ফোন > উপরের দিকে “Realme UI 4.0” ব্যানারে গিয়ে ওপেন বিটার জন্য আবেদন করতে হবে > ওপরের ডানদিকের কোণায় তিনটি ডটে ক্লিক করতে হবে > বিটা প্রোগ্রাম > ওপেন বিটা > অ্যাপ্লাই নাও > ইউজারের বিশদ বিবরণ জমা দিয়ে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে হবে।
এই প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ করার কিছু সময় পরে, ব্যবহারকারীরা তাদের নিজ নিজ স্মার্টফোনে RMX3561_14.0.0.92(SP01EX01) এবং RMX3563_14.0.0.92(SP01EX01) ফার্মওয়্যার সহ Realme UI 5.0 Open Beta আপডেটটি পাবেন।