Realme ইতিহাস গড়ল, 10 মিনিটে পুরো চার্জ হবে এমন বিশ্বের প্রথম ফোন লঞ্চ করে নজির
Realme GT Neo 5 নিয়ে অপেক্ষা শেষ, অবশেষে চীনের বাজারে আজ লঞ্চ হল বহুল প্রত্যাশিত এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন। যার প্রধান হাইলাইট হল বিশ্বের প্রথম ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি এবং ক্যামেরা মডিউলে অভিনব আরজিবি লাইটিং। পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লে, Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এতে। আসুন তাহলে এই নবাগত প্রিমিয়াম রিয়েলমি ফোনটির দাম ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
রিয়েলমি জিটি নিও ৫ ডিজাইন - Relame GT Neo 5 Design
রিয়েলমি তাদের এই স্মার্টফোনটির ডিজাইনের ওপর বিশেষ জোর দিয়েছে। বাজেটের মধ্যে হাই-এন্ড স্পেসিফিকেশন এবং ফিচার থাকা সত্ত্বেও, সংস্থাটি একটি আকর্ষণীয় ডিজাইন অফার করার লক্ষ্যও রেখেছিল। রিয়েলমি জিটি নিও ৫-এর সামনের দিকে সাধারণ ডিজাইন থাকলেও, এর রিয়ার প্যানেলটি অভিনব। বড় ক্যামেরা রিয়ার আইল্যান্ড স্মার্টফোনের ক্ষেত্রে একেবারে নতুন নয়, তবে এই ক্যামেরা সিস্টেমের ডানদিকে একটি স্বচ্ছ উইন্ডো এবং এলইডি লাইটিং রয়েছে। রিয়েলমি জানিয়েছে যে, জিটি নিও ৫-এর পিছনের এই স্বচ্ছ প্যানেলটি ফ্ল্যাগশিপ গ্রেড চিপসেট প্রদর্শন করে।
আবার স্বচ্ছ উইন্ডোটি হ্যালো এলইডি লাইটিং দ্বারা বেষ্টিত। টেক্সচার্ড গ্লাস অফার করার জন্য লাইট ম্যাট ফিউশন প্রক্রিয়ার সাথে তৈরি রিয়ার প্যানেলটি পার্পল সহ একাধিক কালার অপশনে এসেছে। এই এলইডি লাইটিংটি আরজিবি (Red-Green-Blue) যুক্ত এবং ব্যবহারকারীরা তাদের পছন্দের আলোর শেডটি ২৫টি ভিন্ন রংয়ের অপশনের মধ্যে থেকে বেছে নিতে পারবেন।
রিয়েলমি জিটি নিও ৫ স্পেসিফিকেশন - Realme GT Neo 5 Specifications
Realme GT Neo 5-এ ২,৭৭২ x ১,২৪০ পিক্সেলের (1.5K) রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম (PWM) ডিমিং সহ লম্বা ৬.৭৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। রিয়েলমির এই ডিভাইসটি কার্যক্ষমতা এবং অভ্যন্তরীণ বৈশিষ্ট্যের দিক থেকে একটি ফ্ল্যাগশিপ গ্রেড হ্যান্ডসেট। এটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত। এই চিপসেটটি ৮ জিবি/১২ জিবি/১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ২৫৬ জিবি /১ টেরাবাইট পর্যন্ত ইউএফএস ৩.১ ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। স্মার্টফোনটি দুটি আলাদা ভ্যারিয়েন্টে এসেছে, যাতে ভিন্ন চার্জিং স্পিড এবং ব্যাটারি রয়েছে।
ফটোগ্রাফির জন্য, রিয়েলমি জিটি নিও ৫ এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অবস্থান করছে। আর সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Realme GT Neo 5-এর দুটি ভ্যারিয়েন্টের মধ্যে, সাশ্রয়ী মূল্যের মডেলটিতে বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা চিত্তাকর্ষক ১৫০ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে৷ অন্যদিকে, অধিক ব্যয়বহুল ভ্যারিয়েন্টটি ছোট ৪,৬০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা বিশ্বের প্রথম ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এই মুহূর্তে, এটিই হল ইউএসবি টাইপ-সি পোর্ট দ্বারা সমর্থিত সর্বোচ্চ চার্জিং রেট। রিয়েলমির দাবি, ২৪০ ওয়াট চার্জারে মাত্র ৮০ সেকেন্ডে ব্যাটারি ১ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত চার্জ পূর্ণ হতে পারে। আর ফুল চার্জ হতে সময় নেবে ১০ মিনিটেরও কম।
রিয়েলমি জিটি নিও ৫-এর মূল্য এবং লভ্যতা - Relame GT Neo 5 Price and Availability
রিয়েলমি জিটি নিও ৫ ব্ল্যাক, হোয়াইট এবং পার্পল- এই তিনটি ভিন্ন কালারে বিক্রি হবে। এটি ১৫০ ওয়াট এবং ১৪০ ওয়াট চার্জিং ভ্যারিয়েন্টে এবং একাধিক স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে। তার মধ্যে ১৫০ ওয়াট চার্জিং সাপোর্ট যুক্ত রিয়েলমি জিটি নিও ৫-এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ২,৪৯৯ ইউয়ান (প্রায় ৩০,৪৫০ টাকা)। এছাড়াও এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির মূল্যে যথাক্রমে ২,৬৯৯ ইউয়ান (প্রায় ৩২,৯০০ টাকা) এবং ২,৮৯৯ ইউয়ান (প্রায় ৩৫,৩০০ টাকা)।
অন্যদিকে, ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত রিয়েলমি জিটি নিও ৫-এর ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি কেনা যাবে ৩,১৯৯ ইউয়ান (প্রায় ৩৯,০০০ টাকা)। আর এর উচ্চতর ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ মডেলটির দাম ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৪২,৬০০ টাকা)। স্মার্টফোনটি ভারত-সহ আর্ন্তজাতিক বাজারে খুব শীঘ্রই লঞ্চ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।