মাত্র 9 মিনিটে ব্যাটারি ফুল, বিশ্বের দ্রুততম চার্জিং প্রযুক্তির সূচনা Realme-র এই ফোনে
প্রখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি (Realme) এখনও পর্যন্ত সর্বোচ্চ ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি অফার করে, যা গত মার্চ মাসে লঞ্চ হওয়া Realme GT Neo 3-এ পাওয়া যায়। তবে বর্তমানে শোনা যাচ্ছে, ব্র্যান্ডটি একটি নতুন চার্জিং প্রযুক্তি চালু করার লক্ষ্যে রয়েছে যা এর চেয়েও দ্রুত হবে। বিশ্বের দ্রুততম চার্জ হওয়া স্মার্টফোন হিসাবে সংস্থার Realme GT Neo 5 এর আত্মপ্রকাশ এক প্রকার নিশ্চিত। আর এখন Realme 240W চার্জার সম্পর্কে কিছু তথ্য সামনে এসেছে।
Realme GT Neo 5 কোম্পানির এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুত চার্জিং সাপোর্টের সাথে আসবে
রিয়েলমির ২৪০ ওয়াট চার্জারের মডেল নম্বর VCKCJACH এবং এটি ১৫০ ওয়াট চার্জারের তুলনায় অনেক উন্নত। চার্জারটি একাধিক প্রোটোকলের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেমন ৬৫ ওয়াট পিডি ফাস্ট চার্জিং। সাদা রঙের চার্জারটি পাওয়ার ডেলিভারি ১৬০ শতাংশ বৃদ্ধি পাবে বলে দাবি করা হলেও, আকার আগের মতোই হবে। উল্লেখ্য, আগেও দাবি করা হয়েছিল, রিয়েলমি জিটি নিও ৫ মডেলটি ২৪০ ওয়াট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। যা ব্যাটারিকে ৯ মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ করে দেবে বলে খবর । লঞ্চের তারিখ নিশ্চিত করা না গেলেও, এই ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন নিয়ে নানা মুনির নানা মত ।
Realme GT Neo 5 তার পূর্বসূরির তুলনায় একটি নতুন ডিজাইনের সাথে আসবে বলে অনুমান। রিয়ার প্যানেলে একটি ডুয়েল-টোনড ডিজাইনের ক্যামেরা মডিউল থাকবে, যার একটি অংশ কালো এবং বাকি অংশটি সাদা রঙের হবে। এটিতে একটি প্রসারিত আয়তক্ষেত্রাকার আইল্যান্ড দেখা যাবে, যার মধ্যে আরেকটি উল্লম্ব আয়তক্ষেত্রাকার মডিউলও থাকবে। এই উল্লম্ব মডিউলটি সামান্য প্রসারিত হবে এবং এর ভেতরে দুটি ক্যামেরা রিং অবস্থান করবে। প্রথমটিতে প্রাইমারি ক্যামেরা সেন্সরটি থাকবে, যেখানে দ্বিতীয় রিংয়ে দুটি লেন্স দেখা যাবে।
অন্যদিকে, স্পেসিফিকেশনের ক্ষেত্রে, Realme GT Neo 5-এ ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যার মধ্যে নিরাপত্তার জন্য একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও এম্বেড করা থাকতে পারে। এছাড়াও, আসন্ন অফারটি স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটি যথাক্রমে ১৫০ ওয়াট এবং ২৪০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ও ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ভেরিয়েন্টে আসবে।