Realme GT Neo 6 ও Neo 6 Pro-র প্রচুর তথ্য ফাঁস, থাকবে দুর্ধর্ষ 240W ফাস্ট চার্জিং প্রযুক্তি
ফেব্রুয়ারি মাসেই রিয়েলমি ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ফ্ল্যাগশিপ Realme GT Neo 5 স্মার্টফোনটি উন্মোচন করেছে। ফোনটির লঞ্চের পাঁচ মাসের মধ্যেই এবার এর উত্তরসূরি মডেলটিকে নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে। গতকালই একটি প্রতিবেদনে Realme GT Neo 6-এর ডিজাইনের একটি প্রাথমিক আভাস দেওয়া হয়েছে। এটি আগামী আগস্টে চীনের বাজারে লঞ্চ হবে বলে জানা গেছে। আর এখন সোশ্যাল মিডিয়ায় এই হ্যান্ডসেটটির পাশাপাশি এর প্রো ভ্যারিয়েন্ট, অর্থাৎ Realme GT Neo 6 Pro-এর স্পেসিফিকেশনগুলি প্রকাশ করা হয়েছে। এই ডিভাইসগুলি কি কি অফার করতে পারে, আসুন জেনে নেওয়া যাক।
Realme GT Neo 6-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
রিয়েলমি জিটি নিও ৬ সিরিজের স্ট্যান্ডার্ড ভার্সনে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০+ চিপসেট ব্যবহার করা হবে বৎে আশা করা হচ্ছে। এটি একই চিপসেট, যা আইকো নিও ৮ প্রো এবং ভিভো এক্স৯০ প্রো-এ ব্যবহার করা হয়েছে৷ এছাড়াও জানা গেছে যে, রিয়েলমি জিটি নিও ৬-এ ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত থাকবে। ডিভাইসটি সর্বাধিক ১৬ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ সহ আসতে পারে।
Realme GT Neo 6 Pro-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, রিয়েলমি জিটি নিও ৬ সিরিজের প্রো মডেলে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া, প্রো ভ্যারিয়েন্টে ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং ক্ষমতা সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। মেমরির ক্ষেত্রে, প্রো সংস্করণটিতে বিশাল ২৪ জিবি র্যাম এবং ১ টিবি ইন-বিল্ট স্টোরেজ মিলতে পারে।
শোনা যাচ্ছে Realme GT Neo 5 সিরিজের মতোই, আসন্ন GT Neo মডেলগুলিকে Realme GT Neo 6 এবং GT Neo 6 240W নামে লঞ্চ করা হতে পারে। তবে উল্লেখিত তথ্যগুলি অসমর্থিত সূত্র মারফৎ সামনে এসেছে এবং যেহেতু সংবাদের উৎসটি নতুন ও এর কোনও পূর্ববর্তী ট্র্যাক রেকর্ড নেই, তাই অন্যান্য রিপোর্ট সামনে না আসা পর্যন্ত এগুলির যথার্থতা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।