2000 টাকা সস্তায় মিলছে Realme-র এই 'বেস্ট-সেলার' 5G ফোন, অফার হোলি সেলের
Amazon Holi Sale: ইতিমধ্যেই Amazon India, আসন্ন হোলি উৎসব উপলক্ষে 'Holi Store' নামক বিশেষ সেল আয়োজন করেছে, যেখানে বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট সস্তায় কেনার সুযোগ মিলছে। এমতাবস্থায় আপনি যদি কম বাজেটে (পড়ুন 15,000 টাকায়) ভালো ক্যামেরা এবং আরও অন্যান্য কাজের ফিচারওয়ালা 5G স্মার্টফোন কিনতে চান, তাহলে ঝটপট এই বিক্রয়পর্বের সুবিধা কাজে লাগান। বিশেষত, আপনি এখন Amazon থেকে Realme Narzo 60 5G কিনলে লাভ হবে, কেননা এই ফোনটি সেলে 2,000 টাকা ফ্ল্যাট ছাড়ে বিক্রি হচ্ছে। এদিকে মাত্র কয়েক মাস আগে লঞ্চ হওয়া এই Realme স্মার্টফোনে আছে 64MP ক্যামেরা, 8GB RAM, 5000mAh ব্যাটারি এবং AMOLED ডিসপ্লের মতো একগুচ্ছ মনমুগ্ধকর ফিচার। আসুন, এখন এক নজরে Realme Narzo 60 5G ফোনটির দাম, অফার এবং মূল ফিচার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই।
Realme Narzo 60 5G-এর দাম, লভ্যতা
রিয়েলমি নার্জো 60 5জি ফোনটির 8 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 17,999 টাকায় লঞ্চ হয়েছিল। তবে অ্যামাজনের হোলি সেলের অফারে এখন এটি 2,000 টাকা ছাড়ে 15,999 টাকায় মিলছে। এক্ষেত্রে এইচএসবিসি (HSBC) ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 300 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধা পাওয়া যাবে। মিলবে সর্বনিম্ন 776 টাকার ইএমআই স্কিমও।
এছাড়া নিজের পুরোনো কোনো ফোন বদলে নিয়ে এই রিয়েলমি হ্যান্ডসেটটি কিনলে 15,150 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার কাজে লাগানো যাবে। যদিও এই ছাড়ের অঙ্কটা নির্ভর করবে যে ফোন এক্সচেঞ্জ করতে চান তার বর্তমান অবস্থা, ব্র্যান্ড, মডেল ইত্যাদির ওপর।
Realme Narzo 60 5G-এর স্পেসিফিকেশন
রিয়েলমি নার্জো 60 5জি স্মার্টফোনটিতে 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 1,000 নিটস পিক ব্রাইটনেসযুক্ত 6.43 ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন 1080×2400 পিক্সেল) সুপার অ্যামোলেড (sAMOLED) কার্ভড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 প্রসেসর, যার সাথে মিলবে 8 জিবি র্যাম এবং 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা। এটি 8 জিবি ভার্চুয়াল র্যাম ও মেমরি কার্ড সাপোর্টও অফার করবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকবে 33 ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট 5,000 এমএএইচ ব্যাটারি। আর, ফটোগ্রাফির জন্য এই রিয়েলমি ফোনটিতে 64 মেগাপিক্সেল এআই (AI) রিয়ার ক্যামেরা সিস্টেম দেখা যাবে।
(প্রতিবেদনটি লেখার সময় এই অফার উপলব্ধ ছিল, পরে এর রকম-ফের হতে পারে, তার দায় টেকগাপের নয়।)