নতুন বছরেই বড় সুখবর Realme Narzo 60 Pro 5G, Realme 11 Pro 5G, ও Realme 11 ফোন ব্যবহারকারীদের জন্য
Realme কিছুদিন আগেই তাদের বেশ কিছু ডিভাইসের জন্য Realme UI 5.0 Android 14 এর আর্লি অ্যাক্সেস পোগ্রাম চালু করেছিল। এখন আবার Realme Narzo 60 Pro 5G, Realme 11 Pro 5G, ও Realme 11 ফোন তিনটি রিয়েলমি ইউআই ৫.০ এর ওপেন বিটা আপডেট পেতে চলেছে। এর ফলে ফোনগুলি নতুন ইউজার ইন্টারফেস ও অ্যান্ড্রয়েড ১৪ এর ফিচার পেতে চলেছে।
এর পাশাপাশি Realme Narzo 60 Pro 5G, Realme 11 Pro 5G, ও Realme 11 ফোনের বেশ কিছু সমস্যার সমাধানও করবে নতুন আপডেট। যার মধ্যে আছে ডেস্কটপ স্লাইডের সমস্যা। আর এর সাথে কিছু বাগ ফিক্স করা হয়েছে।
Realme UI 5.0 ওপেন বিটা পোগ্রামে কীভাবে অংশগ্রহণ করা যাবে
- স্মার্টফোনের ব্যাটারি ৬০ শতাংশ বা তার বেশি থাকতে হবে।
- ব্যবহারকারীকে ডেভেলপার মোড এনাবল করতে হবে। এরজন্য Settings > About Device > Version > Version Number অপশনে যেতে হবে।
- ফোন তিনটি নিন্মলিখিত ভার্সনে চললে তবেই আপডেট পাওয়া যাবে:
Realme 11 Pro 5G: RMX3771_13.1.0.548(EX01) | RMX3771_13.1.0.549(EX01)
Realme 11 Pro+ 5G: RMX3741_13.1.0.548(EX01) | RMX3741_13.1.0.549(EX01)
Realme Narzo 60 Pro: RMX3771_13.1.0.548(EX01) | RMX3771_13.1.0.549 (EX01
এরপরে Settings > About device > Click on the “realme UI 4.0” banner at the top > Click on the three dots in the top right corner > Beta program > Open Beta > Apply Now > অপশনগুলি অনুসরণ করে নতুন আপডেট ডাউনলোড করা যাবে।