হাজার টাকা কুপন, এক্ষুনি কিনুন 50 মেগাপিক্সেল ক্যামেরার Realme Narzo 60X 5G, এখানে পাবেন অফার
Realme Narzo 60x 5G গত ৬ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ এই ডিভাইসটি আজ প্রথমবার দুপুর বারোটায় সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। ই-কমার্স সাইট Amazon India ও Realme Store থেকে ফোনটি কেনা যাবে। আর লঞ্চ অফার হিসেবে Realme Narzo 60x 5G এর সাথে হাজার টাকার কুপন ও আরও অন্যান্য সুবিধা পাওয়া যাবে। ফিচারের কথা বললে, এই ডিভাইসে আছে ফুলএইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি।
Realme Narzo 60x 5G এর দাম ও সেল অফার
রিয়েলমি নারজো ৬০এক্স ৫জি ফোনের ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটির মূল্য ধার্য করা হয়েছে ১২,৯৯৯ টাকা। আর এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৪৯৯ টাকা। হ্যান্ডসেটটি দুটি কালারে পাওয়া যাবে - স্টেলার গ্রিন বা নেবুলা পার্পল।
সেল অফারের কথা বললে, Realme তাদের Narzo 60x 5G এর সাথে হাজার টাকার কুপন অফার করছে। আবার এই ফোনের সাথে ৬ মাসের স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন বিনামূল্যে পাওয়া যাবে, যার মূল্য ৬৯৯ টাকা।
Realme Narzo 60x 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে: ৬.৭২ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, ফুল এইচডি+ (২৪০০ × ১০৮০ পিক্সেল) রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ৬৮০ নিটস পিক ব্রাইটনেস এবং পাঞ্চ হোল নচ।
প্রসেসর: মালি জি৫৭ জিপিইউ সহ অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর।
মেমরি এবং স্টোরেজ: ৪ জিবি / ৬ জিবি LPDDR4X র্যাম, ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ, ৬ জিবি ডায়নামিক র্যাম এবং (ডেডিকেটেড স্লট) মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ডেবল স্টোরেজ।
সফটওয়্যার: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০।
রিয়ার ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ।
ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ব্যাটারি এবং চার্জিং: ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং, ইউএসবি টাইপ-সি পোর্ট।
নিরাপত্তা: সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সফ্টওয়্যার ভিত্তিক ফেস আনলক।