Realme Narzo 60x ও Buds T300-র লঞ্চের তারিখ ফাঁস, কেমন ফিচার্স থাকবে দেখুন
চলতি সপ্তাহের শুরুতেই রিয়েলমি তাদের Narzo সিরিজের পরবর্তী স্মার্টফোন হিসাবে Realme Narzo 60x-এর আসন্ন আগমনকে টিজ করেছিল। ডিভাইসটি Narzo 60 এবং Narzo 60 Pro স্মার্টফোনের পরে লাইনআপের তৃতীয় সংযোজন হবে। ফোনটিকে নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চললেও, এটি বাজারে কবে পা রাখবে সেসম্পর্কে এতদিন কোনও তথ্য সামনে আসেনি। তবে এবার এক নির্ভরযোগ্য টিপস্টার Narzo 60x-এর লঞ্চের তারিখটি প্রকাশ করেছেন। এছাড়াও তিনি জানিয়েছেন যে, এই আপকামিং রিয়েলমি ফোনটির পাশাপাশি Realme Buds T300 ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাডটিকেও উন্মোচন করা হবে। কবে লঞ্চ হতে চলেছে রিয়েলমির নতুন দুটি ডিভাইস, আসুন জেনে নেওয়া যাক।
Realme Narzo 60x ফোনটি Realme Buds T300-এর সাথে আগামী সপ্তাহেই আসছে বাজারে
টিপস্টার অভিষেক যাদবের একটি টুইট অনুসারে, রিয়েলমি নার্জো ৬০এক্স ভারতে আগামী ১২ সেপ্টেম্বর লঞ্চ হবে। সেই সাথে, ব্র্যান্ডটি রিয়েলমি বাডস টি৩০০-এর ওপর থেকেও পর্দা সরাবে, যেটি সম্প্রতি ইন্দোনেশিয়ার মার্কেটে লঞ্চ হয়েছে। এখনও অবধি পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে অনুমান করা হচ্ছে যে, নার্জো ৬০এক্স ফোনটি সদ্য উন্মোচিত রিয়েলমি ১১এক্স ৫জি-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে। লঞ্চের পর রিয়েলমি নার্জো ৬০এক্স কি কি অফার করতে পারে, আসুন দেখে নেওয়া যাক।
Realme Narzo 60x-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
যেহেতু, নার্জো ৬০এক্স-কে রিয়েলমি ১১এক্স ৫জি-এর রিব্র্যান্ডেড সংস্করণ বলা হচ্ছে, তাই আশা করা যায় এতে একই স্পেসিফিকেশন দেখা যাবে। অর্থাৎ, ডিভাইসটিতে ৬.৭৪ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এটি সম্ভবত মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০প্লাস প্রসেসর দ্বারা চালিত হবে এবং এতে ৬ জিবি/ ৮ জিবি র্যাম ভেরিয়েন্ট এবং ১২৮ জিবি স্টোরেজ মিলতে পারে।
ফটোগ্রাফির জন্য, Realme Narzo 60x-এর ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Narzo 60x-তে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই আসন্ন রিয়েলমি ফোনটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিনে চলবে।
Realme Buds T300-এর স্পেসিফিকেশন
Realme Buds T300-এ স্পষ্ট শব্দ এবং ৩০ ডেসিবল (dB) অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের জন্য ১২.৪ মিলিমিটার ড্রাইভার রয়েছে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য ইয়ারবাড দুটি আইপি৫৫ (IP55) রেটিং প্রাপ্ত এবং এগুলিতে ফোন কলের সময় নয়েজ কমানোর জন্য চারটি মাইক্রোফোন যুক্ত রয়েছে। Realme Buds T300-এ ৩৬০ ডিগ্রি স্পেসিয়াল অডিও সাপোর্ট করে। এছাড়াও, এটি ব্লুটুথ ৫.৩ এবং কম লেটেন্সি মোড অফার করে। দীর্ঘক্ষণ ব্যবহার করার জন্য, Buds T300 প্রায় ৪০ ঘন্টা ব্যাটারি লাইফ প্রদান করতে সক্ষম। একটি ১০ মিনিটের দ্রুত চার্জে ৭ ঘন্টা প্লেব্যাক টাইম অফার করে৷