Realme Narzo 70 Pro 5G দেবে বাজেটের মধ্যে সনি ক্যামেরা ব্যবহারের স্বাদ, আর কি কি জানা গেল Amazon থেকে
রিয়েলমি (Realme) শীঘ্রই ভারতে তাদের জনপ্রিয় Narzo সিরিজের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ আসন্ন ডিভাইসটির নাম Realme Narzo 70 Pro, যেটিকে সম্প্রতি কোম্পানি দ্বারাও টিজ করা হয়েছে। আবার এখন অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-এর প্ল্যাটফর্মে এই ফোনটির একটি মাইক্রোসাইট দেখা গেছে, যা জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মটিতে ডিভাইসটির উপলব্ধতা নিশ্চিত করেছে এবং এখান থেকে এর লঞ্চের টাইমলাইনও প্রকাশ্যে এসেছে। আসুন অ্যামাজন থেকে আপকামিং Realme Narzo 70 Pro সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।
Realme Narzo 70 Pro 5G-কে দেখা গেল Amazon India-এর সাইট
রিয়েলমি নার্জো ৭০ প্রো ডিভাইসের জন্য একটি অফিসিয়াল মাইক্রোসাইট বর্তমানে অ্যামাজন ইন্ডিয়ার প্ল্যাটফর্মে লাইভ হয়েছে, যা এর লঞ্চের সময়ের প্রকাশের পাশাপাশি ক্যামেরা মডিউলটিকেও প্রদর্শন করেছে। এই মাইক্রোসাইট অনুযায়ী, আসন্ন স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা থাকবে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে। এছাড়া, রিয়েলমি আগামী মাসে, অর্থাৎ মার্চে ভারতে নার্জো ৭০ প্রো ফোনটি লঞ্চ করবে বলে অ্যামাজনের মাইক্রোসাইটে উল্লেখ করা হয়েছে।
জানিয়ে রাখি, এটি একই সেন্সর যা ব্র্যান্ডটি রিয়েলমি ১২ প্রো প্লাস ৫জি-তেও ব্যবহার করেছে। অ্যামাজনে প্রকাশিত ইমেজ পোস্টারগুলি রিয়েলমি নার্জো ৭০ প্রো-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং এর ফ্ল্যাট রিয়ার প্যানেল প্রদর্শন করেছে। এর সামগ্রিক ডিজাইনটি রিয়েলমি ১২প্লাস মডেলের অনুরূপ, যার পিছনে একটি বড় বৃত্তাকার ক্যামেরা আইল্যান্ড রয়েছে।
তবে, Realme Narzo 70 Pro 5G-এর ডিসপ্লে, অভ্যন্তরীণ হার্ডওয়্যার, এবং ব্যাটারি স্পেসিফিকেশনের মতো অন্যান্য সূক্ষ্ম বিবরণগুলি এখনও অজানাই রয়েছে। তবে শীঘ্রই কোম্পানি অ্যামাজন মাইক্রোসাইটের মাধ্যমে আরও তথ্য সামনে আনবে বলে আশা করা যায়।