দশমীতে চমক, Realme Narzo N53-এর 8 জিবি র‍্যাম, 128 জিবি স্টোরেজ মাত্র 9,999 টাকায়

Update: 2023-10-24 06:10 GMT

রিয়েলমি তাদের Narzo সিরিজের অধীনে বাজেট রেঞ্জে Realme Narzo N53 স্মার্টফোনটি গত মে মাসে ভারতের বাজারে লঞ্চ করেছিল। ফোনটি সেই সময় ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ও ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে আসে এবং দ্রুতই ১০,০০০ টাকা সেগমেন্টে ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনে পরিণত হয়। তাই এই জনপ্রিয়তার কথা মাথায় রেখে রিয়েলমি এখন ফোনটির নতুন ভ্যারিয়েন্ট ভারতের মার্কেটে নিয়ে এসেছে। Realme Narzo N53-এর নতুন ভ্যারিয়েন্টটি উচ্চতর ৮ জিবি র‍্যাম অফার করবে, যার সাথে মিলবে ১২৮ জিবি স্টোরেজ। আসুন Realme Narzo N53-এর এই নয়া মেমরি সংস্করণটির দাম এবং উপলব্ধতা সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Realme Narzo N53-এর নতুন সংস্করণের দাম ও লভ্যতা

রিয়েলমি নার্জো এন৫৩-এর নতুন ভ্যারিয়েন্টে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে এবং দাম রাখা হয়েছে ১১,৯৯৯ টাকা। তবে, ডিভাইসটি আগামী ২৫ অক্টোবর, দুপুর ১২টার সময় আয়োজিত প্রথম সেলে ৯,৯৯৯ টাকা ছাড়যুক্ত মূল্যে কেনার জন্য উপলব্ধ হবে। আগ্রহী ক্রেতারা অ্যামাজন ইন্ডিয়া থেকে অনলাইনে কিনতে পারেন।

Realme Narzo N53-এর স্পেসিফিকেশন

রিয়েলমি নার্জো এন৫৩-এ এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৪ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি ইউনিসক টি৬১২ চিপসেট দ্বারা চালিত, যা সর্বাধিক ৮ জিবি এলপিডিডিআর৪এক্স এবং ১২৮ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজের সাথে যুক্ত। ফোনটিতে এক্সপেন্ডেবল স্টোরেজের জন্য মাইক্রোএসডি কার্ড স্লটও অন্তর্ভুক্ত রয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে, Realme Narzo N53-এর রিয়ার প্যানেলে অবস্থিত এআই (AI) ট্রিপল-ক্যামেরা সিস্টেমটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত৷ আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Realme Narzo N53-তে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি ডুয়েল ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.১, জিপিএস, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো ফিচারগুলিও অফার করে৷

Tags:    

Similar News