৯০ মিনিটে বিক্রি ছাড়ালো ১ লক্ষ, ১০ হাজার টাকার রেঞ্জের সেরা ফোন এখন Realme Narzo N53

Update: 2023-05-25 14:48 GMT

আপনি যদি স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, কিন্তু কোন ফোনটি কিনবেন তা নিয়ে বিভ্রান্ত থাকেন, তাহলে আজ আমরা আপনাকে এমন একটি ডিভাইস সম্পর্কে বলতে চলেছি, যা মানুষ মুড়ি মুড়কির মত কিনছে। বিক্রির দিক থেকে এক কথায় এই ফোনটি বাজারে আলোড়ন সৃষ্টি করেছে। আজ্ঞে হ্যাঁ! আমরা কথা বলছি, Realme Narzo N53 সম্পর্কে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, অ্যামাজনে ১০,০০০ টাকারও কম দামের সেগমেন্টে Realme Narzo N53 সেরা বেস্ট সেলিং স্মার্টফোন হয়ে উঠেছে। সংস্থাটি বলছে, মাত্র ৯০ মিনিটের মধ্যে এই ফোনের এক লাখ ইউনিট বিক্রি হয়ে গেছে!

Realme Narzo N53 এর দাম

রিয়েলমি নারজো এন৫৩ দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা এবং ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। ফোনটি ফেদার গোল্ড এবং ফেদার ব্ল্যাক রঙে পাওয়া যাবে। রিয়েলমির ওয়েবসাইট এবং অ্যামাজন থেকে এটি কেনা যাবে।

Realme Narzo N53 এর বিশেষত্ব

রিয়েলমি নারজো সিরিজের এই ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৪৫০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম স্কিনে চলে। এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৬১২ প্রসেসর। এতে ৬ জিবি পর্যন্ত ডায়নামিক র‌্যাম সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Realme Narzo N53 ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা বর্তমান। আর সেলফি তোলার জন্য এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল লেন্স। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে ফোরজি এলটিই, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্টের মতো অপশন।

Tags:    

Similar News