Realme Narzo N55 এর ফার্স্ট লুক প্রকাশ্যে, দাম-ফিচার কেমন হবে জেনে নিন
রিয়েলমি (Realme) এই এপ্রিল মাসে ভারতের বাজারে Narzo N55 নামে একটি নতুন Narzo সিরিজের ফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। লঞ্চের আগে এখন এক সুপরিচিত টিপস্টার ফোনটির একটি ছবি অনলাইনে শেয়ার করেছেন। তবে জানিয়ে রাখি, রিয়েলমি এখনও হ্যান্ডসেটটির সঠিক নামটি নিশ্চিত করেনি। যেহেতু এর প্রাথমিক টিজারগুলিতে ডিভাইসটিকে "Project N" হিসাবে উল্লেখ করা করেছে, তাই টিপস্টারও এটিকে একই নামে অভিহিত করেছেন। আসুন তাহলে আপকামিং রিয়েলমি ফোনটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।
ফাঁস হল Realme Narzo N55-এর একটি নতুন ছবি
মুকুল শর্মা টুইটারে একটি রিয়েলমি ফোনের ছবি প্রকাশ করেছেন। এই ফোনটি রিয়েলমি নার্জো এন৫৫ নামে বাজারে পা রাখবে বলে অনুমান করা হয়েছে। যদিও, ফাঁস হওয়া ছবিটি শুধুমাত্র ফোনটির নীচের প্রান্তটিই প্রদর্শন করেছে। ছবি অনুযায়ী, ডিভাইসটির নীচের অংশে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, একটি মাইক্রোফোন, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল উপস্থিত থাকবে। মনে করা হচ্ছে যে, আগামী সপ্তাহে ডিভাইসটির সম্পর্কে আরও কিছু তথ্য রিয়েলমির তরফে প্রকাশ করা হবে, কারণ আগামী মাসেই এটির আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।
৯১মোবাইলস-এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, রিয়েলমি নার্জো এন৫৫ আগামী ১২ এপ্রিল ভারতে লঞ্চ করা হবে। স্মার্টফোনটি ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ, ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের মতো একাধিক ভ্যারিয়েন্টে বাজারে আসবে বলে শোনা যাচ্ছে। তবে এর দাম নিয়ে এখনও কিছু জানা যায়নি। সম্ভবত ডিভাইসটির বেস মডেলের দাম ১৫,০০০ টাকার নীচেই থাকবে।
এছাড়া, Realme Narzo N55 দুটি কালার অপশনে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে: প্রাইম ব্ল্যাক এবং প্রাইম ব্লু। অন্যান্য Narzo-ব্র্যান্ডের ডিভাইসের মতো এটিও ভারতে অ্যামাজন (Amazon)-এর সাইটে বিক্রির জন্য উপলব্ধ হতে পারে। ফোনটির অন্যান্য বিবরণগুলি এখনও অজানাই রয়েছে।
উল্লেখ্য, রিয়েলমি ভারতে Realme GT 3 ফ্ল্যাগশিপ ফোনটি লঞ্চ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। চলতি সপ্তাহের শুরুর দিকে এটিকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশনে সাইটেও দেখা গিয়েছিল। তাই, এবছরের দ্বিতীয় ত্রৈমাসিকের কোনও এক সময়ে হ্যান্ডসেটটি এদেশের বাজারে আত্মপ্রকাশ করবে বলে আশা করা যায়।